ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

২৩৪ পৌরসভা নির্বাচন ॥ মনোনয়নপত্র জমা ৩ ডিসেম্বর পর্যন্ত

প্রকাশিত: ২৩:০২, ২৪ নভেম্বর ২০১৫

২৩৪ পৌরসভা নির্বাচন ॥ মনোনয়নপত্র জমা ৩ ডিসেম্বর পর্যন্ত

স্টাফ রিপোর্টার ॥ দেশের ২৩৪ পৌরসভায় ৩০ ডিসেম্বর ভোটের তারিখ রেখে নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। মঙ্গলবার দুপুরে শেরেবাংলা নগরে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে ভোটের এই সময়সূচি ঘোষণা করেন তিনি। সিইসি জানান, আগ্রহী প্রার্থীরা ৩ ডিসেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। মনোনয়নপত্র বাছাই চলবে ৫ ও ৬ ডিসেম্বর। বৈধ প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৩ ডিসেম্বর। প্রার্থীদের নিয়ে ভোট হবে ৩০ ডিসেম্বর। স্থানীয় সরকারে প্রথমবারের মতো দলীয়ভাবে ভোট হচ্ছে পৌরসভায়। এক্ষেত্রে মেয়র পদে দলীয় মনোনয়নের সুযোগ রাখা হয়েছে। সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে লড়াই হবে কাগজে-কলমে নির্দলীয়ভাবে, যদিও তাতে দলীয় প্রভাব সব সময়ই ছিল। বর্তমানে দেশে ৩২৩টি পৌরসভা রয়েছে। এরমধ্যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে বেশিরভাগের মেয়াদ শেষ হচ্ছে।
×