ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে মৎস্যজীবীদের মাঝে পরিচয়পত্র বিতরণ

প্রকাশিত: ২৩:২১, ২৪ নভেম্বর ২০১৫

ঠাকুরগাঁওয়ে মৎস্যজীবীদের মাঝে পরিচয়পত্র বিতরণ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ চলতি অর্থ বছরে জেলেদের নিবন্ধন ও পরিচয় পত্র প্রদান প্রকল্পের আওতায় মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে ঠাকুরগাঁওয়ে জেলেদের মাঝে পরিচয় পত্র প্রদান করা হয়েছে। এ উপলক্ষে দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মৎস্যজীবীদের হাতে পরিচয়পত্র তুলে দেন পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আহমেদ হোসেন, সহকারী মৎস্য কর্মকর্তা আক্কাছ আলী প্রমূখ। অনুষ্ঠানে রমেশ চন্দ্র সেন বলেন, সরকার মৎস্যজীবিদের স্বীকৃতি দিয়ে তাদের পরিচয় পত্র দিয়েছে। যাতে করে তারা সমাজে বুক ফুলিয়ে তাদের কাজ করতে পারে। সরকারের এই মুল্যায়ন মৎসজীবিদেরই করতে হবে। কারেন্ট জাল দিয়ে মাছ ধরা এবং ছোট ও রেণু পোনা না ধরার আহবান জানিয়ে তিনি আরও বলেন, এরফলে মাছের ঘাটতি পুরণ হবে। আর এজন্য মৎস্যজীবিদেরই এ দ্বায়িত্ব পালন করতে হবে।
×