ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইন শৃঙ্খলা সভা

প্রকাশিত: ২৩:৫৭, ২৪ নভেম্বর ২০১৫

আইন শৃঙ্খলা সভা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ঢাকা-মাওয়া মহাসড়কে চলাচলরত বাসে মলম পার্টির উপদ্রব বৃদ্ধি পয়েছে। মলম পার্টির খপ্পরে পড়ে উপজেলার কাজির পাগলা গ্রামের আব্দুল রউব নামে এক ব্যক্তির মৃত্যুসহ প্রায় প্রতিদিন কেউ না কেউ তাদের খপ্পরে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন। অটো রিক্সা চালকদের রাতে নির্জন স্থানে নিয়ে তাদেরকে নেয়া জাতীয় দ্রব্য খাওয়ারে অচেতন করে রিক্সার মটরসহ ব্যাটারি খুলে নিয়ে যাচ্ছে। এ নিয়ে মঙ্গলবার লৌহজং উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এছাড়া বাল্য বিয়ের প্রবনতা বৃদ্ধি ও ইয়াবাসহ মাদকের বিস্তার নিয়ে সভায় ব্যাপক আলোচনা হয়। এ বিষয়ে পুলিশসহ সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আহবান জানানো হয়। লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খালেকুজ্জামানের সভাপতিত্বে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. ওসমান গণি তালুকদার, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, বিক্রমপুর প্রেস ক্লাব সভাপতি ও কালের কন্ঠের সাংবাদিক মো. মাসুদ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রৌশন ফেরদৌস, কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মেদিনী মন্ডল ইউপি চেয়ারম্যান হাজী ইউনুছ প্রমূখ।
×