ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পটুয়াখালী সিএমইস’র উদ্যোগে দুই গ্রাম বাল্য বিবাহ মুক্ত ঘোষণা

প্রকাশিত: ০০:০৫, ২৪ নভেম্বর ২০১৫

পটুয়াখালী সিএমইস’র উদ্যোগে দুই গ্রাম বাল্য বিবাহ মুক্ত ঘোষণা

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ স্বেচ্ছাসেবক মূলক উন্নয়ন সংস্থা ‘সেন্টার ফর ম্যাস এডুকেশন এন্ড সায়েন্স সিএমইস’ পটুয়াখালীর খাসেরহাট শাখার উদ্যোগে দুটি গ্রামে উপযুক্ত বয়সে বিবাহের অঙ্গীকার করিয়ে বাল্য বিবাহ মুক্ত গ্রাম হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। বাল্যবিবাহ মুক্ত ঘোষিত গ্রামদুটি হচ্ছে গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া ও কালিবাড়ী। ওই সংস্থার কিশোরী কর্মসূচীর উদ্যোগে উপযুক্ত বয়সে বিবাহের অঙ্গীকার ও বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষণা করা হয়। আজ মঙ্গলবার সকালে কলাগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিক ঘোষনা দেন গুলিশাখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাম মৃধা। এসময় আরো উপস্থিত ছিলেন সিএমইস’র খাসেরহাট ও আমতলী ইউনিট অর্গানাইজার খোকন কুমার প্রামানিক ও জাহিদ হোসেন, জেন্ডার অর্গানাইজার মিন্টু রহমান, শহিদুল ইসলাম, ইমাম, কাজী, ঘটকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ইউনিটের চারনদল বাল্যবিবাহ রোধে সচেতনতা মূলক গান ও নাটক ”মুক্তার সকাল” মঞ্চস্থ করেন।
×