ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে ৬৬ ভাগ কোম্পানির দরপতন

প্রকাশিত: ০০:০৬, ২৪ নভেম্বর ২০১৫

পুঁজিবাজারে ৬৬ ভাগ কোম্পানির দরপতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের দুই স্টক এক্সচেঞ্জে মঙ্গলবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন উভয় বাজারেই আগের দিনের তুলনায় লেনদেন কমেছে। এদিন ডিএসইতে প্রায় ৬৬ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। ডিএসই ও সিএসই ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার ডিএসইতে ৪৪৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের চেয়ে ১৪৩ কোটি টাকা বা ২৪ দশমিক ৪৩ শতাংশ কম লেনদেন। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৫৮৬ কোটি টাকার শেয়ার। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ২১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির শেয়ার দর। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১১ পয়েন্ট কমে ৪ হাজার ৫৭৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১০২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৩৩ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো - সাইফ পাওয়ারটেক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইফাদ অটোস, সামিট পাওয়ার, বেক্সিমকো ফার্মা, তিতাস গ্যাস ট্রান্সমিসন, ওয়ান ব্যাংক, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, এমারেল্ড অয়লে ইন্ডাস্ট্রিজ এবং কাশেম ড্রাইসেলস। মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৭৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ১৫২টি এবং অপরিবর্তিত রয়েছে ২১টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : সিমটেক্স ইন্ড্রাস্টিজ, ইফাদ অটোস, সামিট পাওয়ার, সাইফ পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, বে´িমকো, ফার কেমিক্যাল, কেডিএস এক্সেসরিজ, ওয়ান ব্যাংক লিমিটেড ও লাফার্জ সুরমা সিমেন্ট।
×