ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বরিশাল মেডিকেল কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

প্রকাশিত: ০০:১৭, ২৪ নভেম্বর ২০১৫

বরিশাল মেডিকেল কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের হোস্টেলে সোমবার দিবাগত গভীর রাতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনায় পুলিশসহ কমপক্ষে ৫জন আহত হয়েছে। এতে পুলিশসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় মেডিকেল কলেজে সাময়িক সময়ের জন্য সকল প্রকার ছাত্র রাজনীতি বন্ধের ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে একাডেমিক কাউন্সিলের সভা শেষে এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন কলেজ অধ্যক্ষ ডা. ভাস্কর সাহা। কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. ভাস্কর সাহা জানান, এ ঘটনায় মঙ্গলবার দুপুরে কলেজ একাডেমিক কাউন্সিলের জরুরী সভায় ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির রিপোর্টের পরই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের কারণে কলেজে সাময়িক সময়ের জন্য সকল প্রকার ছাত্র রাজনীতি সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কোতয়ালী মডেল থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, ক্যাম্পাসে ছাত্রদের দু’গ্রুপের মধ্যে উত্তেজনা থাকায় সোমবার রাত থেকেই সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
×