ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জামায়াতি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ

প্রকাশিত: ০২:০৮, ২৪ নভেম্বর ২০১৫

জামায়াতি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ জামায়াতে ইসলামীর ব্যক্তিদের পাশাপাশি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও এবার অবস্থান নেওয়া হচ্ছে। জামায়াতে ইসলামী নিয়ন্ত্রিত যেসব প্রতিষ্ঠান রয়েছে সেসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রিয় ব্যাংকের গবর্নরকে নির্দেশ দিয়ে একটি চিঠি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। শিক্ষা, চিকিৎসা, গণমাধ্যম, যোগাযোগ থেকে শুরু করে নানান ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করে জামায়াতে ইসলামী। আর এসবই তাদের অর্থ উপার্জনের উৎস। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বিশ্বস্থ একটি সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্রটি জানায়, গত রোববার পাঠানো অর্থ মন্ত্রণালয়ের উপ সচিব মো. রিজওয়ানুল হুদা স্বাক্ষরিত ওই চিঠির সঙ্গে দুই পাতার একটি বিবরণী ও ২১৬ পাতার একটি সংযোজনীও পাঠানো হয় কেন্দ্রিয় ব্যাংকের গবর্নরের কাছে। সূত্র জানায়, ওই চিঠিতে আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি জামায়াত নিয়ন্ত্রিত সেবামূলক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সংগঠনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
×