ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১২বছরেরও কেন নিষ্পত্তি হয়নি?

প্রকাশিত: ০২:১৩, ২৪ নভেম্বর ২০১৫

১২বছরেরও কেন নিষ্পত্তি হয়নি?

স্টাফ রিপোর্টার॥ ২০০৩ সালে বগুড়ায় ৪৫ হাজার গুলি ও বিস্ফোরক উদ্ধারের চাঞ্চল্যকর মামলাটি গত ১২ বছরেও কেন নিষ্পত্তি হলো না, তা তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য স্বরাষ্ট্রসচিব ও আইনসচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন। এতে বলা হয়, এ মামলার নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার জন্য সংশ্লিষ্ট বিচারক, তদন্ত কর্মকর্তা বা সরকারি কৌঁসুলি—কার গাফিলতি আছে, তা বের করতে হবে। একটি জামিন আবেদনের নিষ্পত্তি করে হাইকোর্ট আজ এ আদেশ দেন।
×