ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় হত্যা মামলায় পাঁচ ভাইবোনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৫:২২, ২৫ নভেম্বর ২০১৫

নেত্রকোনায় হত্যা মামলায় পাঁচ ভাইবোনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৪ নবেম্বর ॥ কলমাকান্দার পাঁচগাঁও গ্রামের কৃষক আখতার আলী হত্যা মামলায় পাঁচ ভাইবোনকে যাবজ্জীবন সশ্রম কারাদ-সহ প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদ- দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ আব্দুল হামিদ এ রায় দেন। দ-িত আসামিরা হচ্ছে- নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার শিবপুর গ্রামের মৃত আব্দুল মন্নাফের মেয়ে তাহমিনা ও ছেলে দুলাল, হায়দার, চান মিয়া ও রায়হান। এদের মধ্যে তাহমিনা, দুলাল ও হায়দার পলাতক। রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট আজম খান জানান, পাঁচগাঁও গ্রামের আখতার আলীর সঙ্গে প্রতিবেশী আব্দুস সালামের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে আসামিরা তাদের আত্মীয় আব্দুস সালামের পক্ষ নিয়ে ১৯৯৮ সালের ২৫ নবেম্বর সকালে আখতার আলীর বাড়িতে ঢুকে তাকে গুলি করে হত্যা করে।
×