ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাংলা প্রথম পত্র

নবম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৫:৫৩, ২৫ নভেম্বর ২০১৫

নবম শ্রেণির পড়াশোনা

১. যেসব ধাতু বিশ্লেষণ করা সম্ভব নয়, রূপ বা গঠনের দিক থেকে ন্যূনতম একক সেগুলোকে বলা হয়- ক) মৌলিক ধাতু/স্বয়ংসিদ্ধ ধাতু খ) যৌগিক ধাতু গ) সাধিত ধাতু ঘ) সংযোগমূলক ধাতু ২. মৌলিক ধাতুগুলোকে কয় শ্রেণিতে ভাগ করা যায়? ক) দুই শ্রেণিতে খ) চার শ্রেণিতে গ) তিন শ্রেণিতে ঘ) পাঁচ শ্রেণিতে ৩. ‘গিন্নী’ কোন শ্রেণির শব্দ? ক) খাঁটি বাংলা খ) দেশি গ) বিদেশি ঘ) অর্ধ-তৎসম ৪. টা, টি, খানা, খানি- পদাশ্রিত নির্দেশকের কোন বচনে ব্যবহৃত হয়? ক) বহুবাচক সর্বনামে খ) ‘মনুষ্য’ শব্দের একবচনে গ) একবচনে ঘ) বহুবচনে ৫. কোন বানানটি শুদ্ধ? ক) মুহুর্ত খ) মূহূর্ত গ) মুহূর্ত ঘ) মূহুর্ত ৬. ‘ই’ কারান্ত ও ‘উ’ কারান্ত উপসর্গের পর কতকগুলো ধাতুতে কী হয়? ক) ‘স’ হয় খ) ‘উ’ হয় গ) ‘ষ’ হয় ঘ) ‘ই’ হয় ৭. উপভাষার আর এক নাম কী? ক) দেশীয় ভাষা খ) মূল ভাষা গ) আঞ্চলিক ভাষা ঘ) বাংলা ভাষা ৮. বিসর্গ সন্ধি বস্তুত কোন সন্ধির অন্তর্গত? ক) ব্যঞ্জনসন্ধির খ) স্বরসন্ধির গ) নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধির ঘ) নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির ৯. বাগধারা হিসেবে প্রয়োগ করা হয় না কোন শব্দটি? ক) চোখের বালি খ) চোখের মণি গ) চোখের পর্দা ঘ) চোখের জল ১০. ‘উক্তি’- এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? ক) বচ্ + ক্ত খ) বচ্ + ক্তি গ) বচ্ + ক্তি ঘ) বচ্ + তি ১১. ইতে থাকিবে/তে থাকিবে (করিতে থাকিবে/করতে থাকবে) সাধারণত কোন পুরুষ? ক) উত্তম পুরুষ খ) নাম পুরুষ গ) সর্বনামের পুরুষ ঘ) মধ্যম পুরুষ ১২. কোন বর্গের বর্ণগুলো দন্তমূলীয়? ক) ট বর্গ খ) ত বর্গ গ) চ বর্গ ঘ) ক বর্গ ১৩. ‘অশ্ম’ অর্থ কী? ক) ঘোড়া খ) পাথর গ) ধারাল ঘ) আশাহীন ১৪. নিম্নের কোনটি ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ? ক) পুস্তিকা খ) মায়াবিনী গ) রূপবতী ঘ) বান্ধবী ১৫. ওয়ান > আন কোন ভাষার প্রত্যয়? ক) হিন্দি খ) ফারসি গ) আরবি ঘ) ইংরেজি ১৬. “তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু অন্তঃকরণ খুব উদার।” - কোন বাক্যের উদাহরণ? ক) জটিল বাক্য খ) মিশ্র বাক্য গ) সরল বাক্য ঘ) যৌগিক বাক্য ১৭. বাংলা স্ত্রীবাচক শব্দের বিধেয় বিশেষণ কীরূপ? ক) স্ত্রীবাচক খ) স্ত্রীবাচক হয় না গ) বিশেষ্য স্থানীয় ঘ) সর্বনামজাত ১৮. “যদি সত্য বল তাহলে মুক্তি পাবে” - উদাহরণটি কোন বাক্যের? ক) সংযুক্ত বাক্যের খ) যৌগিক বাক্যের গ) সরল বাক্যের ঘ) মিশ্র বাক্যের ১৯. “যা কিছু হারায়, গিন্নী বলেন, কেষ্টা বেটাই চোর” - এখানে ‘হারায়’ কোন ধাতু? ক) নাম ধাতু খ) সংযোগমূলক ধাতু গ) কর্মবাচ্যের ধাতু ঘ) ভাববাচ্যের ধাতু ২০. পরিমাণের স্বল্পতা বুঝাতে কোন পদাশ্রিত নির্দেশকটি ব্যবহৃত হয়? ক) টুকু খ) টা গ) গুলো ঘ) এক ২১. কোনটির অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে? ক) শব্দ বিভক্তি খ) ক্রিয়া বিভক্তি গ) প্রত্যয় ঘ) উপসর্গ ২২. ক থেকে ম পর্যন্ত ২৫টি বর্ণের নাম- ক) স্পৃষ্ট ধ্বনি খ) অন্তঃস্থ ধ্বনি গ) পার্শ্বিক ঘ) জিহ্বামূলীয় ধ্বনি ২৩. কোন শব্দটিতে ‘এ’ ধ্বনির বিবৃত উচ্চারণ ঘটেছে? ক) কে খ) বেলুন গ) কেশব ঘ) দেওর ২৪. ফুল, হাফ- কোন ধরনের উপসর্গ? ক) তৎসম খ) ইংরেজি গ) ফারসি ঘ) বাংলা ২৫. অভিশায়নে নিচের কোন প্রত্যয়টি ব্যবহৃত হয় না? ক) ইষ্ট খ) এর গ) তম ঘ) ত্ব সঠিক উত্তর: ১. (ক) ২. (গ) ৩. (ঘ) ৪. (গ) ৫. (গ) ৬. (গ) ৭. (গ) ৮. (ক) ৯. (ঘ) ১০. (গ) ১১. (ঘ) ১২. (খ) ১৩. (খ) ১৪. (ক) ১৫. (ক) ১৬. (ঘ) ১৭. (খ) ১৮. (ঘ) ১৯. (গ) ২০. (ক) ২১. (ঘ) ২২. (ক) ২৩. (ঘ) ২৪. (খ) ২৫. (ঘ)
×