ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকার রাস্তা মেরামতে ট্রাফিক পুলিশ

প্রকাশিত: ০৮:২৪, ২৫ নভেম্বর ২০১৫

ঢাকার রাস্তা মেরামতে ট্রাফিক পুলিশ

স্টাফ রিপোর্টার ॥ একদিকে ভাঙাচোরা সড়ক। অন্যদিকে পানি জমে থাকার উপদ্রব তো আছেই। যেমন মড়ার ওপর খাঁড়ার ঘা-এর শামিল। এ কারণে স্বাভাবিক গতিতে যানবাহন চলতে পারে না। সৃষ্টি হয় যানজটের। বাড়ে জনদুর্ভোগ। যানের জট ছাড়ানোর হ্যাপা যেহেতু ট্রাফিক পুলিশকেই সামলাতে হয়, তাই তারাই উদ্যোগ নিয়েছে মূল সমস্যা সারানোর। ব্যতিক্রমী এই উদ্যোগ প্রশংসাও পেয়েছে সবার কাছে। মঙ্গলবার রাজধানীর তেজগাঁও সাত রাস্তায় এবং মেরুল বাড্ডার কাঁচা বাজারে ইট-পাথরের জঞ্জাল (যা রাবিশ নামে পরিচিত) ফেলে রাস্তা মেরামত করতে দেখা যায় ট্রাফিক পুলিশ সদস্যদের। দুটো রাস্তাই বেহাল অনেক দিন ধরে। ওই রাস্তা দুটো কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদেরও ‘মাথাব্যথার কারণ’ হয়েছিল বলেই তারা মেরামতের উদ্যোগ নেন বলে জানিয়েছেন ঢাকা ম
×