ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন চলছে

প্রকাশিত: ২০:৫২, ২৫ নভেম্বর ২০১৫

সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন চলছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের উভয় বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ বুধবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন ডিএসইতে ১০৭ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ সিএসই লেনদেন হয়েছে ৫ কোটি টাকা। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৬১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪০টি কোম্পানির। আর দর কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৮৯ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১০৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৩৬ পয়েন্টে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২০ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৫০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।
×