ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে ক্ষুদে ক্রিকেটারদের প্রশিক্ষণ দিলেনে তামিম ইকবাল

প্রকাশিত: ২০:৫৩, ২৫ নভেম্বর ২০১৫

মুন্সীগঞ্জে ক্ষুদে ক্রিকেটারদের প্রশিক্ষণ দিলেনে তামিম ইকবাল

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ স্টেডিয়ামে জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল বুধবার ক্ষুদে ক্রিরেকটারদের প্রশিক্ষণ দিয়েছে। “মুন্সীগঞ্জে তরুন ক্রিকেটারদের জন্য বিশ্বমানের প্রশিক্ষক তামিম ইকবাল” শিরোনামের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল। অনুষ্ঠানটির স্পন্সর প্রতিষ্ঠান ক্রাউন সিমেন্টের পরিচালক মো. আব্দুল আহাদের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা চেয়ারম্যান আনিস-উজ-জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আনাম সিদ্দিকী, ক্রাউন সিমেন্টের সিনিয়র ডেপুটি ম্যানেজার শৈবাল সাহা প্রমুখ। এই প্রশিক্ষণে জেলার ৭০ ক্ষুদে ক্রিকেটার অংশ নেয়। তবে এদের মধ্য থেকে ১১ জনের মধ্যে সনদ বিতরণ করা হয়। সংক্ষিপ্ত এই প্রশিক্ষণে তামিম নিজ হাতে ব্যাট নিয়ে শিশুদের ব্যাট ধরাসহ নানা কৌশল বুঝিয়ে দেন। এই সময় ব্যাটিং নিয়ে প্রশিক্ষণার্থী ক্ষুদে ক্রিকেটারদের নানা প্রশ্নের সরাসরি উত্তর দেন তামিম। এদিকে জনপ্রিয় এই ক্রিকেটারের আগমনের খবরে ক্রিকেটভক্তরা হুমরি খেয়ে পরে স্টেডিয়ামে।
×