ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিসেম্বরে পুঁজিবাজার বিষয়ক ট্রাইব্যুনালের কার্যক্রম বন্ধ থাকবে

প্রকাশিত: ২২:৩০, ২৫ নভেম্বর ২০১৫

ডিসেম্বরে পুঁজিবাজার বিষয়ক ট্রাইব্যুনালের কার্যক্রম বন্ধ থাকবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী ডিসেম্বর মাসে বন্ধ থাকবে পুঁজিবাজার মামলা নিষ্পত্তিতে গঠিত বিশেষ ট্রাইব্যুনালের কার্যক্রম। আগামী বছরের জানুয়ারি থেকে ট্রাইব্যুনালের কার্যক্রম ফের শুরু হবে। ট্রাইব্যুনালের বিচারক হূমায়ুন কবীর জানান, আগামী ডিসেম্বর মাস ট্রাইব্যুনাল ভেকেশনে (ছুটিতে) থাকবে। ২২ নবেম্বর সাবিনকোর শেয়ার কেলেংকারি মামলার বিচার কার্যক্রম পরিচালনার সময় ট্রাইব্যুনালের ছুটির বিষয়টি অবহিত করেন। এদিকে মামলার স্বল্পতার কারণে অধিকাংশ দিন ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম বন্ধ থাকে। ২০১৫ সালের ২১ জুন ট্রাইব্যুনালের আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর এ পর্যন্ত ৩টির রায় হয়েছে। এছাড়া চিটাগাং সিমেন্ট মামলার শুনানি ও যুক্তিতর্ক শেষ হওয়ার পর এ মামলার রায় ঘোষণা করার কথা ছিল ৮ নবেম্বর। কিন্তু উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে শেষ পর্যন্ত এ মামলার রায় ঘোষণা করতে পারেনি ট্রাইব্যুনাল। বর্তমানে ১৯টি মামলার মধ্যে বিচার কাজ চলছে ২টির। মামলা দুটি হচ্ছে- সৌদি-বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল এ্যান্ড এগ্রিকালচার ইনভেস্টমেন্ট (সাবিনকো) ও প্রিমিয়াম সিকিউরিটিজের শেয়ার কেলেংকারি মামলা। বাকি ১৭টি মামলা উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে।
×