ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নীলফামারীতে নারী নির্যাতন প্রতিরোধে পক্ষকাল শুরু

প্রকাশিত: ২২:৩২, ২৫ নভেম্বর ২০১৫

নীলফামারীতে নারী নির্যাতন প্রতিরোধে পক্ষকাল শুরু

স্টাফরিপোর্টার, নীলফামারী ॥ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের বিভিন্ন কর্মসুচীর শুরু হয়েছে নীলফামারীর ডোমার উপজেলায়। আজ বুধবার দুপুরে কর্মসুচি আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা। বুধবার (২৫ নবেম্বর) থেকে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রতিরোধ পক্ষ। তাই নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা সৃষ্টি লক্ষ্যে র‌্যালি, আলোচনাসভা, ক্যাম্পিং, উঠোন বৈঠক, ভিডিও ও নাটিকা প্রদর্শনের কর্মসুচি গ্রহন করা হয়েছে। আজ উদ্ধোধনের দিন উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে এ উপলক্ষে ব্যানার ফেস্টুন সহকারে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরন্নাহার শাহজাদির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সেখানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জাফর ইকবাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিয়ার রহমান, প্রেসক্লাব সভাপতি মোজাাফ্ফর আলী । কর্মসুচিতে বিভিন্ন এনজিও অংমগ্রহন করছে।
×