ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ভারত-বাংলাদেশ সীমান্ত সম্মেলন

প্রকাশিত: ২২:৫৪, ২৫ নভেম্বর ২০১৫

রাজশাহীতে ভারত-বাংলাদেশ সীমান্ত সম্মেলন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ সীমান্ত দিয়ে চোরাচালান ও মানবপাচার বন্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পর্যায়ে দিনব্যাপী বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। বুধবার দুপুরে সম্মেলন শেষে রাজশাহীর সার্কিট হাউসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিরা। এসময় তারা অপরাধ দমনে একযোগে কাজ করার আশ্বাস দেন। বৈঠকে চুয়াডাঙ্গা মাঝদিয়া স্থলবন্দর পুনরনায় চালু এবং রাজশাহীতে সীমান্তহাট বসানোর সিদ্ধান্তও নেয়া হয়। সীমান্ত-সংক্রান্ত সমস্যা সমাধানে প্রতিবছর এ ধরনের সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও জানান উভয় দেশের প্রতিনিধিরা। এ সম্মেলনে ভারতের ৪ জন এবং বাংলাদেশের ১৫ জন প্রতিনিধি অংশ নেন। রাজশাহীর জেলা প্রশাসকের নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশের প্রতিনিধি দলে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং ৩৭ বিজিবির পরিচালক ৯ বিজিবি সিইও, ৬ বিজিবির পরিচালক। এছাড়া ভারতের প্রতিনিধি দলে রয়েছেন, মুর্শিদাবাদের জেলা ম্যাজিস্ট্রেট রতœাকর রাও, পুলিশ সুপার সি. সুধাকর, নদিয়ার জেলা ম্যাজিস্ট্রেট বিজয় ভার্টি ও পুলিশ সুপার ভারাত লাল। বৈঠক শেষে জানানো হয়, মানবপাচার বন্ধসহ সীমান্তে গুরুত্বপূর্ণ অন্তত ১০ টি সমস্যা নিয়ে সহযোগিতা আরো সম্প্রসারিত করা হচ্ছে।
×