ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নগর ডিজিটাল সেন্টারের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রকাশিত: ২৩:১৮, ২৫ নভেম্বর ২০১৫

নগর ডিজিটাল সেন্টারের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার ॥ নাগরিকদের নানামুখী সেবাদানের লক্ষ্যে গঠিত নগর ডিজিটাল সেন্টার-এর ৫ম বর্ষপূর্তি উপলক্ষ্যে বুধবার কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবন প্রাঙ্গনে এক বর্নাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক প্রশাসন ও এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক কবীর বিন আনোয়ার ও ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোঃ বিলাল এ র‌্যালীর নেতৃত্ব দেন। র‌্যালীতে নগর ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগন ছাড়াও কর্পোরেশনের বিভিন্ন দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাগন অংশগ্রহন করেন। র‌্যালী শেষে নগর ভবনস্থ মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে বিভিন্ন নগর ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময় শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোঃ বিলালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা, ওয়ার্ড কাউন্সিলর কাজী হাসিবুর রহমান মানিক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) জনাব কবীর বিন আনোয়ার এবং উদ্যোক্তাদের মধ্য থেকে ৫০নং নগর ডিজিটাল কেন্দ্রের উদ্যোক্তা সোহরাব হোসেন এবং ২২নং কেন্দ্রের উদ্যোক্তা রেশমা আক্তার বক্তৃতা করেন। সভা পরিচালনা করেন সিস্টেম এনালিষ্ট জনাব আবু তৈয়ব রোকন। অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে উত্থাপিত ডিজিটাল সেন্টারে উদ্যোক্তাদের বসার জন্য অফিস এবং ঋণের ব্যবস্থা গ্রহনসহ অন্যান্য সুযোগ সুবিধার বিষয়ে কার্যকরী ব্যবস্থা নেয়া হবে বলে এটুআই প্রকল্পের প্রকলপ পরিচালক উদ্যোক্তাদের আশ্বস্ত করেন। ।
×