ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জামালপুরের ৮ রাজাকারের বিরুদ্ধে পরবর্তী সাক্ষী

প্রকাশিত: ০১:৩৭, ২৫ নভেম্বর ২০১৫

জামালপুরের ৮ রাজাকারের বিরুদ্ধে পরবর্তী সাক্ষী

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামালপুরের ৮ রাজাকারের বিরুদ্ধে প্রসিকিউশনের সুচনা বক্তব্যের পর সাক্ষ্যগ্রহন হয়েছে। রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী নুরজাহান বেগম ওরফে রোজি মল্লিক জবানবন্দিতে বলেন, আশরাফ সহ অন্যাণ্য রাজাকাররা আমার বাবা নুরুল আমিন মল্লিককে হত্যা করে। জবানবন্দী শেষে আসামী পক্ষের আ্ইনজীবী তাকে জেরা করেন। পরবর্তী সাক্ষীর জন্য ৭ ডিসেম্বর দিন নির্ধারন করা হয়েছে। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -১ এ আদেশ প্রদান করেছেন। প্রসিকিউশনের ছিলেন ব্যারিষ্টার তুরিন আফরোজ, ব্যারিষ্টার তাপস কান্তি বল ও প্রসিকিউটর রিজিয়া সুলতানা চমন। আসামি পক্ষে ছিলেন এ্যাডভোকেট আব্দুস সুবহান তরফদার, কুতুর উদ্দিন ও মিজানুর রহমান।
×