ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মোবাইল কোর্টের ধারা নিয়ে হাইকোর্টের রুল

প্রকাশিত: ০১:৩৮, ২৫ নভেম্বর ২০১৫

মোবাইল কোর্টের ধারা নিয়ে হাইকোর্টের রুল

স্টাফ রিপোর্টার ॥ মোবাইল কোর্ট অ্যাক্ট ২০০৯ এর ১১টি ধারা সংবিধানের সঙ্গে কেন সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জ্নাতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে স্ব-রাস্ট্র সচিব, আইন সচিব, র‌্যাবের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদেরকে উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে বলে রিটকারীর আইনজীবী নিশ্চিত করেন। পিনাকল সোসিং লিমিটেড নামক ফুড সাপ্লিমেন্ট কোম্পানীর পক্ষে করা এক রিটের শুনানি শেষে বুধবার হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এইচ মো. নুরুল হুদা জায়গীরদার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট শ.ম রেজাউল করিম। তার সঙ্গে ছিলেন এ্যাডভোকটে মো. মিজানুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি এ্যাটর্নির্ জোনরেল বিশ্বজিত রায়।
×