ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লোক নাট্যদলের ‘সোনাই মাধব’ ॥ কলকাতার গঙ্গা-যমুনা নাট্যোৎসবে আমন্ত্রিত

প্রকাশিত: ০৪:০১, ২৬ নভেম্বর ২০১৫

লোক নাট্যদলের ‘সোনাই মাধব’ ॥ কলকাতার গঙ্গা-যমুনা নাট্যোৎসবে আমন্ত্রিত

সংস্কৃতি ডেস্ক ॥ ভারতের কলকাতায় অনুষ্ঠিতব্য গঙ্গা-যমুনা নাট্যোৎসবে আমন্ত্রিত হয়েছে বাংলাদেশের নাট্য সংগঠন লোক নাট্যদল (বনানী)। পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান নাট্য সংগঠন অনীক আয়োজিত উৎসবে লোক নাট্যদলের অন্যতম প্রযোজনা ‘সোনাই মাধব’ নাটকটি মঞ্চায়ন করবে। দলসূত্রে জানা গেছে আগামী ৭ ডিসেম্বর কলকাতার নিরঞ্জন সদন মঞ্চে নাটকটির মঞ্চায়ন হবে। ময়মনসিংহ গীতিকা অবলম্বনে পদাবলী যাত্রা ‘সোনাই মাধব’ নাটকটির নির্দেশক ইউজিন গোমেজ। সঙ্গীত পরিকল্পনা করেছেন মোস্তফা আনোয়ার স্বপন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন- সায়িক সিদ্দিকী, তৌহিদুল ইসলাম, জাহিদ চৌধুরী, কামরুন নূর চৌধুরী, জাহিদুর রহমান পিপলু, ইউজিন গোমেজ, খায়রুল আলম টিপু, আবদুল্লাহ আল হারুন, আনোয়ার কায়সার, নুরুল ইসলাম খান রতন, হাফিজুর রহমান, জসিম উদ্দিন খান, আউয়াল খান, মোজামে¥ল হক পাপন, সুধাংশু নাথ, মনিলাল হালদার, বাসুদেব হালদার, মিনহাজুল হুদা দীপ, তানভীর রাজীব প্রমুখ। গঙ্গা-যমুনা নাট্যোৎসব ভারতের অন্যতম প্রধান উৎসব হিসেবে স্বীকৃত যা প্রতি বছর ভারত ও বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে থাকে। ভারত এবং বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ নাট্যপ্রযোজনাসমূহ এ উৎসবে মঞ্চস্থ হয়ে আসছে। ‘সোনাই মাধব’ বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ নাট্য প্রযোজনা যা বাংলাদেশের ঐতিহ্যবাহী লোক সংস্কৃতি ময়মনসিংহ গীতিকা অবলম্বনে রচিত এবং নিরীক্ষাধর্মী আঙ্গিক মঞ্চস্থ হয়ে থাকে। বিশেষ করে বাংলার হাজার বছরের নাট্য আঙ্গিক যাত্রাপালা ও পদাবলী কীর্তনের সংমিশ্রণে এক নতুন আঙ্গিকে এ পদাবলী যাত্রা নির্মাণ করা হয়েছে। যাতে বাংলার পুরনো অকৃত্রিম সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে অনেক নিরীক্ষা করা হয়েছে। নাটকের কাহিনী এগিয়ে চলে গানে গানে। বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চলের প্রচলিত মৌখিক আখ্যান ‘সোনাই মাধব’, যে আখ্যানে ‘সোনাই’ ও ‘মাধব’ নামক দুই তরুণ-তরুণীর জীবন, তাদের প্রেম আর বিয়োগান্তক পরিণতির গল্প বলা হয়। নাটকটির অন্যতম বৈশিষ্ট্য প্রাচীন ঐতিহ্য অনুসরণে এতে নারী চরিত্রগুলো পুরুষ শিল্পীরা রূপায়ণ করেছেন। নাটকে ব্যবহৃত গানগুলোর সুরারোপ করেছেন দীনেন্দ্র চৌধুরী ও মোস্তফা আনোয়ার স্বপন। নাটকের মঞ্চ ও পোশাক পরিকল্পনা করেছেন কামরুন নূর চৌধুরী, আলোক পরিকল্পনায় জিএম সিরাজুল হোসেন, সঙ্গীত সমন্বয়ে অভিজিৎ চৌধুরী, কারিগরি নির্দেশনায় জাহিদুর রহমান পিপলু ও মঞ্চ ব্যবস্থাপনায় মোঃ জসিম উদ্দিন খান। প্রসঙ্গত, ‘সোনাই মাধব’ নাটকে সার্ধশত মঞ্চায়ন উপলক্ষে গত বছর লোক নাট্যদল ৬ দিনব্যাপী ময়মনসিংহ গীতিকা নাট্যোৎসবের আয়োজন করে। এতে ময়মনসিংহ গীতিকা অবলম্বনে অন্যান্য ছয়টি নাটক মঞ্চস্থ হয়। এ উৎসবের উদ্বোধন করেন বাংলার অন্যতম নাট্য নির্দেশক বিভাস চক্রবর্তী। দেশের বিভিন্ন শহরে মঞ্চায়নের পাশাপাশি দেশের বাইরে এ পর্যন্ত নাটকটি ইতালির ভেনিস, ফ্রান্সের প্যারিস, তুরস্ক, লন্ডন, হংকং, ভারতের দিল্লী, কলকাতা, শিলিগুড়ি, আসাম, ত্রিপুরাসহ বিভিন্ন উৎসবে মঞ্চস্থ হয়েছে। এ পর্যন্ত নাটকটির ১৬৪তম মঞ্চায়ন হয়েছে।
×