ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কাল যশোরে আন্তর্জাতিক নাট্যোৎসব শুরু

প্রকাশিত: ০৪:০৩, ২৬ নভেম্বর ২০১৫

কাল যশোরে আন্তর্জাতিক নাট্যোৎসব শুরু

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ খুলনা বিভাগের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন বিবর্তন যশোরের ২৫ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী আয়োজনের অংশ হিসেবে যশোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ দিনব্যাপী আন্তর্জাতিক নাট্যোৎসব। যশোর টাউন হল ময়দানে শুক্রবার বিকেলে উৎসবের উদ্বোধন করবেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। উদ্বোধনী আয়োজনে থাকবে ভারতের ভারতের ঝাড়খন্ডের শীব নৃত্যকলা দলের ছোঁ নৃত্য। বিবর্তন যশোরের সভাপতি সানোয়ার আলম খান দুলু জানান, এছাড়া ৪ ডিসেম্বর পর্যন্ত চলা উৎসবে ঢাকার লোক নাট্যদলের ‘কঞ্জুস’, কলকাতার প্রাচ্যর ‘টিপুর স্বপ্ন’, বিবর্তন যশোরের ‘রাজা প্রতাপাদিত্য’, ভারতের গোবরডাঙ্গার নকশার ‘বিনোদিনী’, নেপালের কাঠমুন্ডুর মান্দালার ‘সারজামিন’, ঢাকার শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ‘তৃতীয় একজন’, ঢাকার প্রাঙ্গণে মোরের ‘আওরঙ্গজেব’ এবং ঢাকা আরণ্যকের ‘ভঙ্গবঙ্গ’ নাটক মঞ্চস্থ হবে। বিবর্তন যশোরের সাধারণ সম্পাদক এইচ আর তুহিন জানান, আগামী ৪ ডিসেম্বর সমাপনী আয়োজনে প্রধান অতিথি থাকবেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। এছাড়া উৎসবে যোগ দেবেন নাট্যজন মামুনুর রশীদ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ভারতের চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা সুপ্রিয় দত্ত, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান প্রমুখ। এ উৎসব উপলক্ষে বুধবার স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয় তুলে ধরেন নাট্যোৎসব পর্ষদের সদস্য সচিব ও বিবর্তন সভাপতি সানোয়ার আলম খান দুলু। বক্তব্য রাখেন যশোর প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিমন খাঁন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি নূর ইসলাম, সাংস্কৃতিক সংগঠন তির্যক যশোরের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন, সুরবিতানের সাধারণ সম্পাদক বাসুদেব বিশ্বাস, বিবর্তন যশোরের সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, শেকড় যশোরের সাধারণ সম্পাদক রওশন আরা রাশু প্রমুখ।
×