ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১৭শ’ বছরের পুরনো আংটি

প্রকাশিত: ০৫:২৬, ২৬ নভেম্বর ২০১৫

১৭শ’ বছরের পুরনো আংটি

ব্রিটেনের এক বাগানে ১ হাজার সাত শ’ বছরের পুরনো স্বর্ণের একটি আংটি পাওয়া গেছে। সম্প্রতি হ্যাম্পশায়ারের ইংলিশ কাউন্টির ট্যাঙ্গলে আংটিটি পাওয়া যায়। একজন নতুন ধাতববিদ পরীক্ষার পর বিষয়টি জানতে পেরেছেন। মনে করা হচ্ছে এটি রোমান সভ্যতার সময়ের। আংটির ওপর একটি নীল রঙ্গের পাথর বসানো। পাথরের ওপর রোমান ইতিহাসে যৌন দেবতা হিসেবে পরিচিত কিউপিডের একটি পুরো নগ্ন ছবি অঙ্কিত রয়েছে। মনে করা হচ্ছে সেই আমলে হয়ত কোন নারী অথবা পুরুষ এই আংটিটি আঙ্গুলে পরেছে। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, রোমান কামদেব কিউপিড একটি ছোট্ট তীর নিয়ে তার নিজস্ব ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে। এই আংটি বিষয়ে জার্নাল ব্রিটানিয়ায় একটি বিশদ প্রবন্ধ লিখেছেন ব্রিটেনের প্রত্মতত্ত্ববিদ স্যালি ওরেল ও লন্ডন কিংস কলেজের শিক্ষক জন প্যারিস। তারা লিখেছেন আংটির ওপর কিউপিডের ছবি দেখে মনে হচ্ছে, এটি রোমান সভ্যতার সময়ের। কেননা এতে রোমান কামদেব কিউপিডের ছবি রয়েছে। তারা বলেন, সেই আমলে যৌনতাপ্রিয় পুরুষ ও মহিলার কাছে কিউপিড ছিল জনপ্রিয়। অনেকে কিউপিডের জীবন ধারা অনুসরণ করতে চাইত। আমাদের মনে হচ্ছে এ ধরনের কোন পুরুষ বা মহিলা আংটিটি আঙ্গুলে পরতেন। আংটিটি বর্তমানে হ্যাম্পশায়ার জাদুঘরে রাখা হয়েছে। পরে এটিকে এ্যান্ডভার জাদুঘরে প্রদর্শন করা হবে। -ডেইলি মেইল অবলম্বনে।
×