ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুক্তিযোদ্ধা কালু খানের হাত-পায়ে পচন ধরেছে, চিকিৎসায় সহায়তা করুন

প্রকাশিত: ০৫:২৬, ২৬ নভেম্বর ২০১৫

মুক্তিযোদ্ধা কালু খানের হাত-পায়ে পচন ধরেছে, চিকিৎসায় সহায়তা করুন

স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযোদ্ধা কালু খানের (৭০) চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তিনি গ্যাংগ্রিনে (হাতে-পায়ে পচন) আক্রান্ত। তাকে বাঁচাতে জরুরী ভিত্তিতে দুটি পা কেটে ফেলতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ জন্য প্রয়োজন প্রায় ২ লাখ টাকা। কিন্তু রোগীর পরিবারের পক্ষে চিকিৎসার এই টাকা যোগাড় করা সম্ভব হচ্ছে না। বরিশালের গৌরনদী উপজেলাধীন নলাচিড়া গুচ্ছ গ্রামে তার বাড়ি। পরিবারটির আর্থিক অবস্থা খুবই খারাপ। গত তিন মাস আগে তার দু’পায়ে পচন ধরতে শুরু করে। টাকার অভাবে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে পারেননি। বর্তমানে তার দুটি পায়ের সব আঙ্গুলই ঝরে পড়ছে। অসহ্য যন্ত্রণায় কাতর হয়ে পড়েছেন তিনি। সহায় সম্পত্তি না থাকায় তিনি নলচিড়া গুচ্ছ গ্রামে পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছেন। পরিবারের সদস্যদের থাকতে হচ্ছে অনাহারে-অর্ধাহারে। এমতাবস্থায়, কালু খানের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীসহ সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় পরিবার। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন কালু খানের আত্মীয় জামাল উদ্দিনের এই মোবাইল নম্বরে-০১৭১২৫২৭৩১৪। ঘোষণা ॥ দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা নগদ দিতে সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×