ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

বাংলা-ভারত ৭ দিনব্যাপী নজরুল সম্মেলন শুরু

প্রকাশিত: ০৫:২৯, ২৬ নভেম্বর ২০১৫

বাংলা-ভারত ৭ দিনব্যাপী নজরুল সম্মেলন শুরু

স্টাফ রিপোর্টার ॥ গানে আর কথামালায় ‘বাংলাদেশ-ভারত নজরুল সম্মেলন-২০১৫’ শুরু হয় বুধবার। বাংলাদেশ ও ভারতের মধ্যে নজরুল চর্চা ও গবেষণা বিনিময়ের লক্ষ্যে ঢাকা, ফেনী ও চট্টগ্রাম জেলায় এ সম্মেলনের আয়োজন করেছে নজরুল একাডেমি। শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সন্ধ্যায় সাত দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন ডেপুটি স্পীকার এ্যাডভোকেট মোহাম্মদ ফজলে রাব্বী মিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি ড. আশরাফ সিদ্দিকী। শুরুতে পবিত্র কোরান তেলওয়াত ও নজরুলের কাব্য ‘আমপাড়া’ থেকে তরজমা পাঠের পর স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মিন্টু রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির নির্বাহী সদস্য আবু ফরহাদ, গবেষণা প্রকাশনা ও আন্তর্জাতিক সম্পাদক ম. মীজানুর রহমান, সার্ক কালচারাল সোসাইটির নির্বাহী সভাপতি এটিএম মমতাজুল করিম, ভারতের নজরুল সংগঠন অগ্নিবীণা’র সম্পাদক রবিন মুখোপাধ্যায় ও কবি নাতনী খিলখিল কাজী। অনুষ্ঠানে মূল আলোচনায় অংশ নেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) জাকীর হোসেন। আলোচনার এক পর্যায়ে ভারত থেকে আগত ‘অগ্নিবীণা’ নজরুল সংগঠনের শিল্পীদের শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি ও সম্মেলন উদ্বোধক এ্যাডভোকেট মোহাম্মদ ফজলে রাব্বী মিয়া। প্রধান অতিথির হাতে শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন একাডেমির সভাপতি ড. আশরাফ সিদ্দিকী। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ভারতের ‘অগ্নিবীণা’ নজরুল সংগঠন ও ঢাকার ‘নজরুল একাডেমি’র শিল্পীরা। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় শুরু হবে দ্বিতীয় দিনের অধিবেশন। এতে প্রধান অতিথি থাকবেন শিল্পী মুস্তাফা জামান আব্বাসী। সভাপতিত্ব করবেন সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক মোহাম্মদ আবদুল গফুর। সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করবেন ভারতের কলকাতার ‘অগ্নিবীণা’ ও ঢাকার নজরুল একাডেমির শিল্পীরা। এদিন যথারীতি সংগঠনের সাধারণ সম্পাদক মিন্টু রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান। আগামীকাল শুক্রবার ফেনী শিল্পকলা একাডেমিতে বিকেল ৪টায় শুরু হবে তৃতীয় দিনের অধিবেশন। ব্যবস্থাপনায় থাকবে নজরুল একাডেমি ফেনী শাখা। চট্টগ্রামের ডিসি হিলের নজরুল স্কয়ারে ২৮ নবেম্বর বিকেল ৩টায় শুরু হবে চতুর্থ দিনের আয়োজন। চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ২৯ নবেম্বর বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে পঞ্চম অধিবেশন এবং ১ ও ৩ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টায় ঢাকায় নজরুল একাডেমির নিজস্ব কার্যালয়ে ষষ্ঠ ও সমাপনী অনুষ্ঠান হবে। হুমায়ূন আহমেদ স্মরণসভা ও প্রদর্শনী জাদুঘরে আগামীকাল ॥ কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৭তম জন্মদিন উপলক্ষে স্মরণসভা ও বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় জাদুঘর। আগামীকাল শুক্রবার জাদুঘরের প্রধান মিলনায়তনে বিকেল ৪টায় আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এছাড়া বাংলাদেশ জাতীয় জাদুঘর ও ব্যাংক এশিয়ার যৌথ উদ্যোগে ২৩নং গ্যালারিতে হুমায়ূন আহমেদের পেইন্টিং, আলোকচিত্র ও স্মৃতিস্মারক নিয়ে সপ্তাহব্যাপী বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। স্মরণসভায় আলোচনায় অংশ নেবেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, কথাসাহিত্যিক আনিসুল হক ও দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন। সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান।
×