ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ডিএসসিসির নগর ডিজিটাল সেন্টারের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রকাশিত: ০৫:৩৫, ২৬ নভেম্বর ২০১৫

ডিএসসিসির নগর ডিজিটাল সেন্টারের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নাগরিকদের নানামুখী সেবা প্রদানের লক্ষ্যে গঠিত নগর ডিজিটাল সেন্টারে পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে বুধবার কর্পোরেশনের প্রধান কার্যালয় নগরভবন প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালির নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক প্রশাসন ও এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক কবীর বিন আনোয়ার ও ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোঃ বিলাল। র‌্যালিতে নগর ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগন ছাড়াও কর্পোরেশনের বিভিন্ন দফতরের উর্দ্ধতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে বিভিন্ন নগর ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময় শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোঃ বিলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা, ওয়ার্ড কাউন্সিলর কাজী হাসিবুর রহমান মানিক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবীর বিন আনোয়ার এবং উদ্যোক্তাদের মধ্য থেকে ৫০নং নগর ডিজিটাল কেন্দ্রের উদ্যোক্তা সোহরাব হোসেন এবং ২২নং কেন্দ্রের উদ্যোক্তা রেশমা আক্তার বক্তৃতা করেন। সভা পরিচালনা করেন সিস্টেম এনালিস্ট আবু তৈয়ব রোকন। অনুষ্ঠানে উত্থাপিত ডিজিটাল সেন্টারে উদ্যোক্তাদের সুযোগ-সুবিধার বিষয়ে কার্যকর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক।-বিজ্ঞপ্তি দহগ্রামে গ্রামীণফোনের থ্রিজি নেটওয়ার্ক উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের সঙ্গে কথা বলার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল দহগ্রামে গ্রামীণফোনের থ্রিজি নেটওয়ার্ক উদ্বোধন করেছেন। প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়াম্যান মোঃ মোতাহার হোসেন দুজনেই দহগ্রামে গ্রামীণফোনের থ্রিজি উদ্বোধনের জন্য উপস্থিত ছিলেন। গ্রামীণফোনের সিইও রাজিব শেঠি, সিএমও ইয়াসির আজমান উদ্বোধনের সময় গণভবনে এবং চীফ কর্পোরেট এ্যাফেয়ার্স অফিসার, মাহমুদ হোসেন এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে দহগ্রামে ছিলেন। গ্রামীণফোনের থ্রিজি নেটওয়ার্ক দহগ্রাম হাইস্কুল প্রাঙ্গণে এলাকার অধিবাসী এবং স্থানীয় সরকারী কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্বোধন করা হয়। দেশব্যাপী গ্রামীণফোনের শক্তিশালী থ্রিজি নেটওয়ার্ক স্থাপনের উদ্যোগের অংশ হিসেবে প্রত্যন্ত অঞ্চলে প্রতিষ্ঠানটি সেবা পৌঁছে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। -বিজ্ঞপ্তি
×