ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রুশ বিমান ভূপাতিতের প্রভাব বিশ্ব পুঁজিবাজারে

প্রকাশিত: ০৫:৩৬, ২৬ নভেম্বর ২০১৫

রুশ বিমান ভূপাতিতের প্রভাব বিশ্ব পুঁজিবাজারে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সিরিয়া সীমান্তের কাছে মঙ্গলবার তুরস্কের যুদ্ধবিমানগুলো রুশ যুদ্ধবিমানকে ভূপাতিত করার পর তৈরি হওয়া উত্তেজনার প্রভাব পড়েছে পুঁজিবাজারে। বুধবার এশিয়ার শেয়ারবাজারগুলোতে লেনদেন সূচক ছিল নিম্নমুখী। জাপানের বেঞ্চমার্কে নিক্কেই সূচক এদিন .৩৯ শতাংশ কমে ১৯ হাজার ৮৪৭ পয়েন্টে লেনদেন শেষ হয়। নিউইয়র্কে বুধবারে ডলারে বিপরীতে ইয়েনের বিনিময় হার হচ্ছে ১২২.৩২; যা মঙ্গলবার ছিল ১২২.৪৫ ইয়েন। জাপানের পুঁজিবাজারে তালিকাভুক্ত ইলেক্ট্রনিকস খাতের কোম্পানি সনির শেয়ার দর এদিন ১.৯ শতাংশ পড়ে যায়। গাড়ি নির্মাতা কোম্পানি টয়োটা ও হোন্ডা শেয়ার দর হারায় যথাক্রমে .৫ ও ১ শতাংশ। অন্যদিকে দিনটিতে হংকংয়ের পুঁজিবাজারে হ্যাংসেং সূচক .৪ শতাংশ কমে ২২ হাজার ৪৯৮ পয়েন্টে বাজার শেষ হয়েছে। তবে বেড়েছে সাংহাই কম্পোজিট সূচক। .৯ শতাংশ বেড়ে লেনদেন শেষ হয়েছে ৩ হাজার ৬৪৭.৯৩ পয়েন্টে। এপ্রিল থেকে সেপ্টেম্বরে ১৬ হাজার ৬০০ কোটি ডলারের ভুয়া হিসাব দেখানোর অভিযোগে দেশটির সবচেয়ে বড় ব্রোকারেজ সিটিক সিকিউরিটিজের শেয়ার দর .৭০ শতাংশ হারায়। অস্ট্রেলিয়ার বেঞ্চমার্কে এদিন এসএন্ডপি/ এএসএক্স২০০ সূচক .৫৩ শতাংশ হারিয়ে বাজার শেষ হয় ৫ হাজার ১৯৩.৭ পয়েন্টে। দক্ষিণ কোরিয়ার কোসপি সূচকও শেষ হয়েছে দরপতনের মধ্য দিয়ে। দিনশেষে সূচক .৩৪ শতাংশ হারিয়ে বাজার অবস্থান করে ২ হাজার ৯.৪২ পয়েন্টে। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জেও বুধবার সেনসেক্স সূচক ছিল পতনে।
×