ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডিসেম্বরে পুঁজিবাজার বিষয়ক ট্রাইব্যুনালের কার্যক্রম বন্ধ

প্রকাশিত: ০৫:৩৭, ২৬ নভেম্বর ২০১৫

ডিসেম্বরে পুঁজিবাজার বিষয়ক ট্রাইব্যুনালের কার্যক্রম বন্ধ

আগামী ডিসেম্বর মাসে বন্ধ থাকবে পুঁজিবাজার মামলা নিষ্পত্তিতে গঠিত বিশেষ ট্রাইব্যুনালের কার্যক্রম। আগামী বছরের জানুয়ারি থেকে ট্রাইব্যুনালের কার্যক্রম ফের শুরু হবে। ট্রাইব্যুনালের বিচারক হূমায়ুন কবীর জানান, আগামী ডিসেম্বর মাস ট্রাইব্যুনাল ভেকেশনে (ছুটিতে) থাকবে। ২২ নবেম্বর সাবিনকোর শেয়ার কেলেঙ্কারি মামলার বিচার কার্যক্রম পরিচালনার সময় ট্রাইব্যুনালের ছুটির বিষয়টি অবহিত করেন। এদিকে মামলার স্বল্পতার কারণে অধিকাংশ দিন ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম বন্ধ থাকে। ২০১৫ সালের ২১ জুন ট্রাইব্যুনালের আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর এ পর্যন্ত ৩টির রায় হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার ট্রাস্ট ব্যাংকের সাবসিডিয়ার কোম্পানি গঠনের উদ্যোগ পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ট্রাস্ট ব্যাংক লিমিটেড একটি সাবসিডিয়ারি কোম্পানি গঠনের উদ্যোগ নিয়েছে। ২৪ নবেম্বর অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জানা যায়, সাবসিডিয়ারি কোম্পানির নাম হচ্ছে ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেড। কোম্পানিটি গঠন করা হবে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এসএফএস) অপারেশনস, কার্ড অপারেশনস, সেটেলমেন্ট সিস্টেমস অপারেশনস, পেমেন্ট সিস্টেমস অপারেটর (পিএসও), পেমেন্ট সার্ভিস প্রভাইডার (পিএসপি) অপারেশন, এজেন্ট ব্যাংকিং অপারেশনস ইত্যাদি কার্যক্রম পরিচালনা করার জন্য। এতে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ৫১ শতাংশ শেয়ার থাকবে। -অর্থনৈতিক রিপোর্টার
×