ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইএস তিউনিসিয়ায় বাসে হামলার দায় স্বীকার করেছে

প্রকাশিত: ১৮:৩৬, ২৬ নভেম্বর ২০১৫

আইএস তিউনিসিয়ায় বাসে হামলার দায় স্বীকার করেছে

অনলাইন ডেস্ক ॥ তিউনিসিয়ায় প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্টের সেনা বহনকারী একটি বাসে বোমা হামলার দায় স্বীকার করেছে আইএস। ঐ বোমা হামলায় ১৩ জন নিহত হয়েছেন। পিঠে ঝোলানো ব্যাগ কিংবা বেল্টে প্রায় ১০ কেজি সামরিক বিস্ফোরকের সাহায্যে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। দেশটির রাজধানী তিউনিসে মোহামেদ ভি অ্যাভিনিউয়ের এই হামলা চালানো হয়। বোমা বিস্ফোরণের পর রাজধানীতে সান্ধ্য আইন জারি করে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেজি কায়িদ এসেবসি। বিস্ফোরণের পরপরই নিরাপত্তা বাহিনীগুলো ঘটনাস্থল ঘিরে সব ধরনের চলাচল বন্ধ করে দেয়। নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো জানায়, প্রেসিডেন্ট প্রাসাদে যাওয়ার উদ্দেশে শহরতলী থেকে রক্ষীদের বাসে তোলা হচ্ছিল, তখনই বোমা বিস্ফোরণ ঘটিয়ে বাসটি উড়িয়ে দেওয়া হয়। এই হামলার দায়ই ইসলামিক স্টেট (আইএস) স্বীকার করেছে।
×