ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইইউ পার্লামেন্টে বাংলাদেশের নির্বাচন

প্রকাশিত: ১৮:৫৪, ২৬ নভেম্বর ২০১৫

ইইউ পার্লামেন্টে বাংলাদেশের নির্বাচন

অনলাইন রির্পোটার ॥ বাংলাদেশের নতুন নির্বাচন যাতে বিশ্বাসযোগ্য, অবাধ ও সব রাজনৈতিক দলের অংশগ্রহণে হয়, তা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে আজ বৃহস্পতিবার বিকেলে একটি বিল উত্থাপন করা হবে। গণতান্ত্রিক সুশাসন পুনর্বহাল নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক পর্যালোচনার প্রস্তাবও করা হয়েছে ওই বিলে। এতে বাংলাদেশের চলমান সঙ্কট সমাধানে সকল দলের সঙ্গে আলোচনার কথাও বলা হয়। গ্রুপ অব দ্য প্রগ্রেসিভ এ্যালায়েন্স অব সোশ্যালিস্ট এ্যান্ড ডেমোক্র্যাটস ইন দ্য ইউরোপীয় পার্লামেন্ট ইউরোপীয় পার্লামেন্টে বিলটি কার্যতালিকায় রাখে। এস এ্যান্ড ডি গ্রুপের পেশ করা প্রস্তাবে বাংলাদেশের মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসনের লঙ্ঘন এবং মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে কথা বলা হয়েছে। বিলে বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যা ও বিরোধী রাজনৈতিক কর্মীদের গুম নিয়ে তদন্তের জন্যও এতে আহ্বান জানানোর কথা বলা হয়েছে।
×