ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন চলছে

প্রকাশিত: ১৯:৪২, ২৬ নভেম্বর ২০১৫

সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন চলছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের উভয় বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ বৃহস্পতিবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন ডিএসইতে ৮২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ সিএসই লেনদেন হয়েছে ১১ কোটি টাকা। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪০টি কোম্পানির। আর দর কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৮৯ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১০৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৩৩ পয়েন্টে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।
×