ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নাটোরে পালিত হলো ডা. শামসুল আলম মিলনের ২৫তম মৃত্যু বার্ষিকী

প্রকাশিত: ০১:২১, ২৬ নভেম্বর ২০১৫

নাটোরে পালিত হলো  ডা. শামসুল আলম মিলনের ২৫তম মৃত্যু বার্ষিকী

নিজস্ব সংবাদদাতা, নাটোর॥ ৯০ এ স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত ডা. শামসুল আলম মিলনের ২৫তম মত্যু বার্ষিকীতে নাটোরে শোক র‌্যালী, প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন ও সমাবেশ করেছে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মিরা। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে নাটোর সদর হাসপাতাল চত্বর থেকে একটি শোক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষি করে নাটোর বিএমএ কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাটোর সিভিল সার্জন ফেরদৌস নিলুফা, বিএমএ নাটোর জেলা শাখার সভাপতি ডাঃ জাকির হোসেন, সাধারন সম্পাদক কথা সাহিত্যিক ডাঃ জাকির তালুকদার প্রমূখ। পরে জেলা স্বাস্থ্য বিভাগ, বিএমএ, নাসিং এসোসিয়েশন, ফারিয়া হাসপাতার কর্মচারী ইউনিয়ন এ শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পন করেন। উলে¬খ্য, নিহত ডাক্তার মিলন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এর তৎকালিন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ছিলেন। তিনি ৯০ এর গণ অভ্যুথানে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।
×