ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চরফ্যাশনে সরকারী গাছ চুরির অভিযোগে মামলা হচ্ছে

প্রকাশিত: ০১:২৫, ২৬ নভেম্বর ২০১৫

চরফ্যাশনে সরকারী গাছ চুরির অভিযোগে মামলা হচ্ছে

নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন ॥ ভোলার চরফ্যাশনের নীলকমল ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ছালাউদ্দিন মাষ্টার’র বিরুদ্ধে সরকারী গাছ চুরি অভিযোগে মামলা দায়ের করতে যাচ্ছে বন বিভাগ। বৃহস্পতিবার উপজেলা বন কর্মকর্তা আওলাদ হোসেন পলোয়ান এ তথ্য জানান। এ কর্মকর্তা বলেন, মঙ্গলবার দুপুরে ঘোষের হাট এলাকা থেকে চোরাই হওয়া সরকারী ৬ পিচ গাছ জব্দ করেছেন বন বিভাগের কর্মকর্তারা। ওই গাছ চুরির সাথে ছালাউদ্দিন মাষ্টার জড়িত থাকার অভিযোগ রয়েছে। ঘোষের হাট বীট কর্মকর্তা আমির হামজা একটি মামলার স্বাক্ষী দিতে বাগের হাট গেছেন। বাগের হাট থেকে শুক্রবার চরফ্যাশনে আসার পর তিনি মামলাটি দায়ের করবেন। এব্যাপারে ছালাউদ্দিন মাষ্টার বলেন, স্থানীয় রাজনৈতিক গ্রপিং এর কারণে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। আমি এর সাথে জড়িত না। একটি মরা গাছ এলাকার একটি ছেলে কেটেছে। তবে তিনি ওই ছেলের নাম বলেননি।
×