ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন প্ল্যান্ট স্থাপন করবে লিন্ডে বাংলাদেশ

প্রকাশিত: ০৪:১২, ২৭ নভেম্বর ২০১৫

নতুন প্ল্যান্ট স্থাপন করবে লিন্ডে বাংলাদেশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিন্ডে বাংলাদেশ ‘এএসইউ’ প্ল্যান্ট স্থাপন করবে। সম্প্রতি কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই সূত্রে আরও জানা গেছে, কোম্পানিটি রূপগঞ্জে এ প্ল্যান্ট স্থাপন করবে। এজন্য ব্যয় হবে ১২৩ কোটি ৭০ লাখ টাকা। এর দৈনিক উৎপাদন ক্ষমতা হবে ১০০ টন। আরও জানা গেছে, এ পর্যায়ে কোম্পানি নিজস্ব অর্থায়নে এ প্ল্যান্ট স্থাপনের কাজ শুরু করবে। এর বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে। প্রসঙ্গত, ১৯৭৬ সালে লিন্ডে বাংলাদেশ শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। -অর্থনৈতিক রিপোর্টার তাল্লু স্পিনিংয়ের সভা শনিবার তাল্লু স্পিনিংয়ের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আগামী শনিবার। ওইদিন বিকেল সাড়ে ৪টায় কোম্পানির সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সভায় পর্যালোচনা করা হবে কোম্পানির গত ৩ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন। কোম্পানি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৬(১) অনুযায়ী সভা করবে। প্রসঙ্গত, গত ১৪ নবেম্বর কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছিল। এখন তার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×