ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তৃতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি ২.১ শতাংশ

প্রকাশিত: ০৪:১৫, ২৭ নভেম্বর ২০১৫

তৃতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি ২.১ শতাংশ

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি হয়েছে দুই দশমিক এক শতাংশ। সম্প্রতি দেশটির বাণিজ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে। মূলত বিনিয়োগের হার বেড়ে যাওয়ায় ও আবাসন খাতের চাঙাভাব, এ প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করেছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। তবে দ্বিতীয় প্রান্তিকের তুলনায় ভোক্তা ব্যয়ের হার কিছুটা কমেছে যুক্তরাষ্ট্রে। তৃতীয় প্রান্তিকে অর্থনৈতিক পরিস্থিতি শক্তিশালী অবস্থানে থাকায় ডিসেম্বরেই ব্যাংক ঋণে সুদের হার বাড়ানোর কথা ভাবছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। ২০০৮ সাল থেকে সুদের হার শূন্যের কাছাকাছি রয়েছে যুক্তরাষ্ট্রে।- অর্থনৈতিক রিপোর্টার আরও ১৬ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টয়োটা এয়ার ব্যাগে ত্রুটির কারণে এবার বাজার থেকে আরও ১৬ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে জাপানের গাড়ি নির্মাতা কোম্পানি টয়োটা। ২২টি মডেলের এসব গাড়ির মধ্য করোলা, ভিটসও রয়েছে। ২০০৪ সালের জানুয়ারি থেকে ২০০৫ সালে ডিসেম্বরের মধ্যবর্তী সময়ে এসব গাড়ি নির্মিত হয়। বুধবার টাইমস অব ইন্ডিয়া এক খবরে জানিয়েছে, ত্রুটিপূর্ণ গাড়িগুলো এখন ইতালি, ব্রিটেন ও স্পেনে রয়েছে। তবে তার পরিমাণ এখনও অস্পষ্ট। তাকাতার এয়ার ব্যাগ ব্যবহারের কারণে বিশ্বব্যাপী ৮ জন মানুষ নিহত ও শত শত আহত হওয়ার রিপোর্ট রয়েছে। এর ফলে গাড়ি কোম্পানিগুলো শুধু মার্কিন বাজার থেকে ১ কোটি ৯০ লাখ গাড়ি প্রত্যাহার করতে বাধ্য হয়। তবে টয়োটার গাড়িতে এ ধরনের এয়ার ব্যাগ ব্যবহারের কারণে এখনও নিহত হওয়ার খবর আসেনি। টয়োটার এক মুখপাত্র ঘোষণা দিয়েছেন, তাকাতার এই এয়ার ব্যাগ ত্রুটির সঙ্গে জড়িত সমস্যার কারণে তাদেরকে বিশ্বব্যাপী প্রায় দেড় কোটি গাড়ি ফিরিয়ে নিতে হবে। - অর্থনৈতিক রিপোর্ট
×