ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল মাস্টার্স টুর্নামেন্ট

আজ মাঠে নামবেন সাবেক ফুটবলাররা

প্রকাশিত: ০৪:৩৮, ২৭ নভেম্বর ২০১৫

আজ মাঠে নামবেন সাবেক ফুটবলাররা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে আবারও মাঠে নামছেন কিংবদন্তি ফুটবলার আসলাম, কায়সার হামিদ, চুন্নু, কাননরা। আজ শুক্রবার চট্টগ্রাম সোনালী অতীত ক্লাবের আয়োজনে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল মাস্টার্স টুর্নামেন্টে ফুটবলের সাবেক এই মহাতারকারা মাঠে নামবেন। শুধু তাই নয় এবার সাবেক এ মহাতারকাদের সাথে মাঠে বল নিয়ে দৌড়াবেন যুক্তরাষ্ট্র ও ভারতের সাবেক ফুটবলারদের তিনটি ফুটবল দল। নগরীর শারীরিক শিক্ষা কলেজ মাঠে দু’দিনব্যাপী মাস্টার্স ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। ওইদিন সকাল ১০টায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন। এবার টুর্নামেন্টে দেশের ১১টি টিমের সাথে যুক্তরাষ্ট্রের একটি এবং ভারতের দু’টি টিম খেলবে। শনিবার বিকেল ৩টায় সমাপনী ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে টুর্নামেন্ট শেষ হবে। টুনার্মেন্টে সোনালী অতীত ইউকে লন্ডন, কলকাতা ভ্যাটার্নস স্পোর্টস ক্লাব, ইস্ট কলকাতা ভ্যাটার্নসসহ ঢাকা, সিলেট, চাঁদপুর, নারায়ণগঞ্জ, রাজশাহী, রংপুর, খুলনা, রাঙামাটি, বরিশাল, বগুড়া ও চট্টগ্রাম সোনালী অতীত ক্লাব অংশ নিবে। গ্রুপ লীগ পদ্ধতিতে ২১ ম্যাচের মধ্যে ফাইনাল ও সেমিফাইনাল হবে ৫০ মিনিটের এবং বাকি ম্যাচগুলো হবে ৩০ মিনিটের।
×