ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাঙ্গুনিয়ায় বিএনপি গোপন প্রচারে, প্রকাশ্যে আ’লীগ

প্রকাশিত: ০৭:৫৬, ২৭ নভেম্বর ২০১৫

রাঙ্গুনিয়ায় বিএনপি গোপন প্রচারে, প্রকাশ্যে আ’লীগ

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গুনিয়া, ২৬ নবেম্বর ॥ দলীয়ভাবে পৌরসভা নির্বাচন হচ্ছে আগামী ৩০ ডিসেম্বর। তফসিল ঘোষণার পর পর প্রতীক পেতে দৌড়ঝাঁপ শুরু করেেেছন সম্ভাব্য মেয়র প্রার্থীরা। দলীয় শীর্ষ পর্যায়ের নেতাদের কাছে ধর্না দিচ্ছেন অনেকেই। তবে আওয়ামী লীগ প্রকাশ্যে প্রচার চালালেও বিএনপি অনেকটা নীরবে অনেকটা লুকিয়ে প্রচার চালাচ্ছে। আওয়ামী লীগ-বিএনপি সমর্থিত প্রার্থীর বাইরে অন্যরাও পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করেছেন। তাদের কেউ কেউ নিজ দলীয় এমপি বিএনপি পন্থীরা সিনিয়র নেতাদের কাছে নিজের অবস্থান তুলে ধরার চেষ্টা করছেন। তবে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে স্থানীয় এমপি এবং দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাদের প্রাধান্য থাকবে বলে স্থানীয় সূত্রগুলো নিশ্চিত করেছে। পৌরসভা নির্বাচনে মেয়র পদে যারা প্রার্থী হতে আগ্রহ জানিয়েছে ও যাদের নাম শোনা যাচ্ছে। তারা হলেন বর্তমান পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি খলিলুর রহমান চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শাহজাহান সিকদার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, পৌর আওয়ামী লীগ সভাপতি আসলাম খাঁন, সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম চৌধুরী লেদু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খায়রুল বশর মুন্সি। আওয়ামী লীগ নেতা ইমাম হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা মাহাবুব আলম। বিএনপি থেকে সাবেক পৌর মেয়র নুরুল আমিন তালুকদার, পৌরসভা বিএনপির আহ্বায়ক মাহাবুব ছাফা, যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন শাহ, পৌরসভার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল ছালাম ও পৌর বিএনপি নেতা বাদশা আলম সওদাগর, যুবদল নেতা জসিম উদ্দিন। ইসলামী ফ্রন্ট থেকে পৌর কাউন্সিলর নজরুল ইসলাম, পৌরসভা ইসলামী ফ্রন্টের আহ্বায়ক হাফেজ মাওলানা আবদুর রহমান জামী, এ্যাডভোকেট ইকবাল হাসান, সাবেক উপজেলা ছাত্রসেনার সভাপতি কমফ ইকবাল হোসেন। এছাড়াও কমিউনিস্ট পার্টির প্রমোদ বরণ বড়ুয়া ও জাতীয় পার্টি নেতা ও সাবেক এমপি নজরুল ইসলাম তাদের স্বস্ব দল থেকে প্রার্থী দেবেন বলে জানিয়েছেন।
×