ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাবনায় মাড়মী আদিবাসীদের জমি দখলের পায়তারা

প্রকাশিত: ১৮:৪৩, ২৭ নভেম্বর ২০১৫

পাবনায় মাড়মী আদিবাসীদের জমি দখলের পায়তারা

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ জেলার দাশুরিয়া ইউনিয়নের আদিবাসী খৃীষ্টান ধর্মীয় পাহাড়িয়া মাড়মী গ্রাম আবারও অশান্ত হতে চলেছে। এখাকার ভূমিগ্রাসীচক্র দীর্ঘ ২১ বছর পর জাল দলিলের মাধ্যমে আবারও আদিবাসীদের জমি দখলের পায়তারা চালানোয় মাড়মী সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। আদিবাসীরা নিরাপত্তাহীনতার এ ঘটনা জেলা প্রশাসককে লিখিতভাবে অভিযোগ করেছে। জানা গেছে, রাজস্ব (ভূমি) অফিসারের অনুমতি ছাড়া আদিবাসীদের ভুমি হস্তান্তর দলিল সম্পাদনের বিধান না থাকলেও এলাকার ভূমিদস্যুরা জাল দলিল করে আদিবাসীদের ভূমিহী নে পরিণত করছে। ইতোপূর্বে এলাকার প্রভাবশালী ভূমিদস্যু প্রায় ১৪ একর আদিবাসী জায়গা তার নামে আরএস রেকর্ড করে নানাভাবে দখল করে। বর্তমানে সুলতান মৌলবী যে কোন সময় আদিবাসী গ্রামে হামলা চালানোসহ তাদের জমি দখলের পায়কারায় মাড়মী গ্রামের আদিবাসীরা নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। আদিবাসী নেতা ডমিনিক বিশ্বাস তাদের নিরপত্তাহীনতার ঘটনা জেলা প্রশাসককে লিখিতভাবে জানিয়েছেন।
×