ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গারা স্বদেশে ফিরে যেতে আগ্রহী

প্রকাশিত: ২০:৪০, ২৭ নভেম্বর ২০১৫

রোহিঙ্গারা স্বদেশে ফিরে যেতে আগ্রহী

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে আগ্রহী। মিয়ানমারে তাদের বসবাসের নিরাপত্তা, সুরক্ষা এবং মানবাধিকার নিশ্চিত না হওয়ায় তারা দেশে ফিরে যেতে পারছে না। বৃহস্পতিবার রাত ৮টায় কক্সবাজারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এমন তথ্য জানিয়েছেন ইউএনএইচসিআর কর্মকর্তারা। তারা জানান, কক্সবাজারের রেজিষ্ট্রেশনকৃত ৩২ হাজার রোহিঙ্গাদের নিয়ে মূলত তাদের কাজ। তবে এর বাইরে অনেক রোহিঙ্গা রয়েছে। যারা কোনভাবেই সহায়তা পাচ্ছে না। তারাও স্বদেশে ফিরে যেতে চায়। কিন্তু মিয়ানমারের সার্বিক পরিস্থিতি রোহিঙ্গা বসবাসের উপযোগী নয় বলে মন্তব্য করে ইউএনএইচসিআর কর্মকর্তারা জানান, মিয়ানমারের নাগরিক অধিকার বলতে রোহিঙ্গারা কিছুই পায় না। সেদেশে স্বাধীনভাবে চলাচল করাতো দূরের কথা, তারা শিক্ষা স্বাস্থ্য সেবা থেকেও বঞ্চিত। মানবাধিকার ও সুরক্ষা নিশ্চিত না হওয়ায় তারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানানো হয়। মতবিনিময় সভায় ইউএনএইচসিআর এর কক্সবাজারের কর্মকর্তা মি: র্জন, মাসিয়া ডার্ফু, অঞ্চিতা সরকার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
×