ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে বাংলা বানান ও শুদ্ধ উচ্চারণ বিষয়ক কর্মশালা

প্রকাশিত: ২০:৪৩, ২৭ নভেম্বর ২০১৫

নীলফামারীতে বাংলা বানান ও শুদ্ধ উচ্চারণ বিষয়ক কর্মশালা

স্টাফ রিপোর্টার, নীলফামারী॥ বাংলা বানান ও শুদ্ধ উচ্চারণ বিষয়ক কর্মশালা নীলফামারীতে শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টা থেকে দিনব্যাপী এই কর্মশালা শুরু হয় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে। বাংলাদেশ শিশু একাডেমীর সহযোগীতায় এবং নীলফামারী শিশু একাডেমীর আয়োজনে কর্মশালায় স্বাগতিক নীলফামারী সহ দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার ৬০ জন প্রতিনিধি অংশ নিয়েছে। অংশগ্রহনকারীদের মধ্যে রয়েছে উল্লেখিত জেলার শিশু একাডেমীর কর্মকর্তা,কর্মচারী,প্রশিক্ষক ও শিশু সংগঠক এবং সাংবাদিক। কর্মশালায় প্রশিক্ষক হিসাবে দুই জন রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড.রুপা চক্রবর্তী ও অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ। দিনব্যাপী এই কর্মশালার আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এ,জে,এম এরশাদ আহসান হাবিব।
×