ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিয়া মসজিদে হামলার দায় স্বীকার আইএস'র॥ আটক-২

প্রকাশিত: ২০:৪৭, ২৭ নভেম্বর ২০১৫

শিয়া মসজিদে হামলার দায় স্বীকার আইএস'র॥ আটক-২

অনলাইন ডেস্ক॥ বাংলাদেশের বগুড়া জেলায় শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে হামলার ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে। শিবগঞ্জ থানার ওসি আহসান হাবীব জানিয়েছেন, ঘটনার পর রাতে অভিযান চালিয়ে এই দু’জনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্যে। তবে এরই মধ্যে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট এই হামলার দায়িত্ব স্বীকার করেছে বলে দাবী করা হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যের সময় শিবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামে নামাজের সময় শিয়া মসজিদে গুলি চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মসজিদের দরজায় দাঁড়িয়ে তিন যুবক উপস্থিত লোকদের ওপর গুলি চালায়। এই ঘটনায় মসজিদের মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন মারা যান, আর আহত হন মসজিদের ইমাম সহ তিনজন, যাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। গত দুই মাসেরও কম সময়ের মধ্যে এটি শিয়াদের ওপর দ্বিতীয় হামলার ঘটনা।গত মাসে ঢাকায় হোসেইনী দালান ইমামবাড়ায় তাজিয়া মিছিলের প্রস্তুতিতে গ্রেনেড হামলার এক ঘটনায় দু’জন নিহত হয়েছিলেন। সেই ঘটনায় ইসলামিক স্টেট দায়িত্ব স্বীকার করলেও সরকার তা নাকচ করে দেয় এই বলে যে বাংলাদেশে সিরিয়া-ভিত্তিক এই জঙ্গি সংগঠনের কোন অস্তিত্ব নেই। বগুড়ার ঘটনায় আইএস-এর দায়িত্ব স্বীকার করার খবর দিয়েছে যুক্তরাষ্ট্র-ভিত্তিক সাইট ইন্টেলিজেন্স মনিটরিং ওয়েবসাইট। সাইটের রিটা কাটজ এক টুইট বার্তায় জানিয়েছেন, আইএস আবারো বাংলাদেশের ঘটনায় দায়িত্ব স্বীকার করেছে। বগুড়ার পুলিশ জানিয়েছে, শিয়া মসজিদে হামলার ঘটনায় যে তিনজন আহত হয়েছেন, তাদের অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে, যাতে আসামী করা হয়েছে অজ্ঞাতনামা ব্যক্তিদের। সূত্র : বিবিসি বাংলা
×