ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

প্রকাশিত: ২৩:৩৫, ২৭ নভেম্বর ২০১৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

অনলাইন ডেস্ক ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষা-বর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার শুরু হয়েছে। আগামীকাল শনিবারও পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় এবার আবেদন করেছে মোট ২৭ হাজার ৫৭৪ শিক্ষার্থী। বরিশাল বিশ্ববিদ্যালয়’র (ববি) জনসংযোগ কর্মকর্তা জানান, ৬টি অনুষদের ১৮ টি বিষয়ে ১৩’শ আসনের বিপরীতে দুদিনের এ ভর্তি পরীক্ষা হচ্ছে। প্রতি আসনের বিপরীতে অংশ নেয়া শিক্ষার্থীদের গড় সংখ্যা ২১ জন। নগরীর একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ২দিনব্যাপী এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে ‘খ’ ইউনিটের ৩’শ ২০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেছে ৫ হাজার ২৫৫ জন শিক্ষার্থী। আজ বিকেল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত ‘গ’ ইউনিটের ২’শ ৪০ আসনের বিপরীতে পরীক্ষায় অংশ গ্রহণ করবে ৬ হাজার ৫৫৪ জন শিক্ষার্থী। আগামীকাল শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘ঘ’ ইউনিটের ২’শ ৩৫ আসনের বিপরীতে ৮ হাজার ৪’শ ৪২ জন এবং একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘ক’ ইউনিটের ৫’শ ৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করবে ৭ হাজার ৩’শ ২৩ শিক্ষার্থী। জনসংযোগ কর্মকর্তা জানান, ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে। ভর্তি পরীক্ষার হল পরিদর্শন শেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. এসএম ইমামুল হক বলেন, আগামী ১৫ জানুয়ারীর মধ্যে ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রম শেষ করে ক্লাশ শুরু করা সম্ভব হবে।
×