ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় মসজিদে হামলার ঘটনায় ব্রিটিশ হাইকমিশনারের নিন্দা

প্রকাশিত: ০২:২৬, ২৭ নভেম্বর ২০১৫

বগুড়ায় মসজিদে হামলার ঘটনায় ব্রিটিশ হাইকমিশনারের নিন্দা

কূটনৈতিক রিপোর্টার ॥ বগুড়ায় নামাজের সময় শিয়া মসজিদে হামলা ও হতাহতের ঘটনায় নিন্দা ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। শুক্রবার ঢাকার ব্রিটিশ হাইকমিশন থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই প্রতিক্রিয়া জানান। বিবৃতিতে রবার্ট গিবসন বলেছেন, বগুড়ার কাছে একটি মসজিদে প্রার্থনার সময় উপাসকদের ওপর হামলার ঘটনায় আমি হতভম্ব। বিশ্বাস ও ধর্মীয় রীতি পালনের কারণে কোনও মানুষের ওপর হামলা কিছুতেই গ্রহণযোগ্যতা নয়। হামলার শিকার ও তাদের পরিবারের সদস্যদের প্রতি তিনি গভীর সমবেদনা জানান। গিবসন আরও বলেন, সম্প্রতি বাংলাদেশে সহিংস চরমপন্থি হামলার ধারাবাহিকতায় বগুড়ায় শিয়া মসজিদে হামলা সর্বশেষ সংযোজন। প্যারিস, মালি ও বৈরুতের হামলার ঘটনা আমরা দেখেছি। এ থেকে প্রতীয়মান হয় বিশ্বের কোনও দেশই এ ধরনের হামলা থেকে নিরাপদ নয়। এধরনের সন্ত্রাস ও জঙ্গি হামলার মোকাবেলা করা ও এর উৎস খুঁজে বের করতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো প্রয়োজন বলেও উল্লেখ করেন গিবসন। উল্লেখ্য, বৃহস্পতিবার বগুড়ার আল মোস্তফা মসজিদে অজ্ঞাত তিন বন্দুকধারী হামলা চালায়। বন্দুকের গুলিতে নিহত হন ওই মসজিদের মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন , ইমাম শাহিনুর রহমানসহ আরও তিনজন আহত হন। ইসলামিক স্টেট (আইএস) হামলার ঘটনার দায় স্বীকার করেছে বলে ইতোমধ্যে জানিয়েছে সাইট ইন্টালিজেন্স গ্রুপ
×