ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে স্মার্টফোন

প্রকাশিত: ০৫:২২, ২৮ নভেম্বর ২০১৫

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে স্মার্টফোন

আপনার নিত্যসঙ্গী স্মার্টফোনটিই যদি আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে কেমন হয়? বিষয়টি সবার কাছে অবিশ্বাস্য মনে হলেও সুইডেনের গুটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের এক পিএইডি গবেষক স্মার্টফোনের জন্য এমন এক ইন্টার-এ্যাকটিভ ওয়েবটুল তৈরি করেছেন যা আপনার উচ্চ রক্তচাপ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। উচ্চ রক্তচাপ সমস্যায় ভোগা কিছু রোগীর ওপর কয়েক সপ্তাহ পরীক্ষা চালিয়ে এর পরিসংখ্যানগত এবং বস্তুনিষ্ঠ সুফল মিলেছে। এ ক্ষেত্রে রোগীকে তার রক্তচাপ, নাড়ির নিয়মিত স্পন্দন, রোগী কী ওষুধ গ্রহণ করেছে, তার জীবনাচরণ, লক্ষণ ও ভাল থাকার অবস্থা সম্পর্কে মোবাইলফোনের সাহায্যে জানাতে হবে। তারপর মোবাইলের ওয়েব সিস্টেমের সাহায্যে রোগীর কাছে কয়েকটি প্রশ্ন আসবে। প্রশ্নগুলো থাকবে রোগীর জীবনাচরণ সম্প্রর্কিত। এর মধ্যে কিছু মেসেজ রোগীকে সাহস যোগাবে আর কিছু মেসেজ রিমাইন্ডার করবে। এর পর ইন্টারনেটের সাহায্যে রোগীর তথ্য গ্রাফিক ফিডব্যাক আকারে ডাক্তারের কাছে যাবে। ডাক্তার খুব অল্প সময়ের মধ্যে রোগীর রক্তচাপের মাত্রা তার শরীরের অন্যান্য বিষয়ের সঙ্গে মিলিয়ে ব্যবস্থা দেবেন। গবেষক উলরিকা বেঙ্কসন বলেন, এই ওয়েবটুল রোগীর জীবনাচরণের সঙ্গে তার রক্তচাপের একটা দারুণ যোগসূত্রতা বুঝতে পারবে। তিনি বলেন, গবেষণায় অংশ নেয়া সকল রোগীই তার রক্তচাপের মাত্রা কমিয়ে রাখতে চেয়েছে। আমরা তাদের দেখাই যে, ওয়েবটুলটি ব্যবহার করে রোগী কিভাবে তার শরীরে রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে রাখবে। এতে রোগী দারুণ উপকার পেয়েছে বলে দাবি করেন উলরিকা বেঙ্কসন। ওয়েবটুলটি নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানান তিনি। গবেষণাটি সম্প্রতি জার্নাল অব ক্লিনিক্যাল হাইপারটেনশনে প্রকাশিত হয়েছে।Ñএনডিটিভি অবলম্বনে
×