ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খাগড়াছড়িতে মায়া হরিণ উদ্ধার

প্রকাশিত: ০৫:২৬, ২৮ নভেম্বর ২০১৫

খাগড়াছড়িতে  মায়া হরিণ  উদ্ধার

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়িতে একটি মায়া হরিণ উদ্ধার করে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে’ হস্তান্তর করেছে পুলিশ। শুক্রবার সকালে সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে এটি হস্তান্তর করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামছুদ্দিন ভূঁইয়া জানান, বৃহস্প্রতিবার সকালে খাগড়াছড়ি জেলা সদরের খাগড়াপুর এলাকার একটি পাহাড় থেকে স্থানীয়দের সহায়তায় হরিণটি আটক করে নিজেদের হেফাজতে নেয় সদর থানা পুলিশ । শুক্রবার সকালে খাগড়াছড়ি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রইস উদ্দীন ও খাগড়াছড়ির ফরেস্ট রেঞ্জার মোঃ হাফিজুর রহমানের উপস্থিতিতে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ, চট্টগ্রাম বিভাগের ওয়াইল্ড লাইফ রেঞ্জার মোঃ ইসমাইল হোসাইনের কাছে হস্তান্তর করা হয় হরিণটি। এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।
×