ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা

প্রকাশিত: ০৫:৩৭, ২৮ নভেম্বর ২০১৫

বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড় পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। অন্য দুটি বোদা ও দেবীগঞ্জ পৌরসভার তফসিল পরবর্তীতে ঘোষণা করা হবে। এরপরেও জেলার তিনটি পৌরসভায় চলছে নির্বাচনী প্রচার-প্রচারণা। নিজেদের সম্ভাব্য প্রার্থী হিসাবে দোয়া চেয়ে লাগানো হয়েছে বিলবোর্ড। অনেক আগে থেকেই প্রচারণায় নেমেছেন সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সেই সাথে দলীয় সমর্থন পেতে চলছে দৌড়ঝাঁপ। বিশেষ করে ঘোষিত তফসিল অনুযায়ী পঞ্চগড় পৌরসভায়কে কিভাবে দলীয় মনোনয়ন পাবেন এ নিয়ে এখনও ধোঁয়াশা থাকলেও সম্ভাব্য প্রার্থীরা দলের শীর্ষ নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মীদের সমর্থন নিয়ে নিজেদের পক্ষে মনোনয়ন হাসিলের চেষ্টা করছেন। প্রতিটি ওয়ার্ডে তারা প্রস্তুতিমূূলক বৈঠক করছেন। সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সড়ক উন্নয়ন, পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণসহ পৌরবাসীর নাগরিক সুবিধা উন্নয়নে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। নির্বাচনে আলোচনায় এগিয়ে মেয়র প্রার্থীরা। এখন পর্যন্ত মেয়র পদে প্রার্থী হতে ইচ্ছুক এমন ৮ জনের নাম শোনা যাচ্ছে। আওয়ামী লীগ হতে ৫ জনের নাম শোনা যাচ্ছে। এরা হলেন- বর্তমান প্যানেল মেয়র চার বারের পৌর কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগ সভাপতি সফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মির্জা সারওয়ার হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া আনোয়ার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর উজ্জল এবং জেলা ওলামা লীগের উপদেষ্টা আপেল মাহমুদ। এছাড়া মহাজোটের শরিক দল জাসদ থেকেও জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বাবুলকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
×