ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বগুড়ায় সিগন্যাল উপেক্ষা করায় চালককে গুলি

প্রকাশিত: ০৫:৪১, ২৮ নভেম্বর ২০১৫

বগুড়ায় সিগন্যাল উপেক্ষা করায়  চালককে গুলি

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শুক্রবার বিকেলে বগুড়া সদরের সাবগ্রাম এলাকায় পুলিশের সিগন্যাল উপেক্ষা করায় পুলিশের শর্টগানের গুলিতে রুবেল (৩৫) নামে এক মোটরসাইকেল চালক আহত হয়েছে। তাকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, শিবগঞ্জে শিয়া মসজিদে দুর্বৃত্তদের গুলির ঘটনার পর থেকে বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান ও সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু হয়েছে। সাবগ্রাম চৌরাস্তা মোড় এলাকায় পুলিশের একটি টিম যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়া সদরের চান্দুপাড়া এলাকার পল্লী চিকিৎসক রুবেল মোটরসাইকেল নিয়ে ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। তার কাঁধে ছিল কালো ব্যাগ। পুলিশ তাকে থামার সিগন্যাল দিলে সে তা উপেক্ষ করে। এ সময় পুলিশ শর্টগানের রাবার বুলেট ছড়লে সে কাঁধে গুলিবিদ্ধ হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
×