ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মামুনুলের মূল্য ৫৫ লাখ টাকা!

প্রকাশিত: ০৫:৪৪, ২৮ নভেম্বর ২০১৫

মামুনুলের মূল্য  ৫৫ লাখ  টাকা!

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের দলবদল। এর আগেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলামকে নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। শোনা যাচ্ছে রেকর্ড ৫৫ লাখ টাকার প্রস্তাবে একটি ক্লাবের সঙ্গে (মতান্তরে চট্টগ্রাম আবাহনী লিমিটেড) চুক্তি সই করেছেন শেখ জামালের এই মিডফিল্ডার। এ প্রসঙ্গে মামুনুল বলেন, ‘বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। আমি শেখ রাসেল, চট্টগ্রাম আবাহনী, শেখ জামালের কাছ থেকে বিভিন্ন প্রস্তাব পেয়েছি। যার মধ্যে এটিও একটি প্রস্তাব। চুক্তি সই হলে এই পরিমাণ আরও বাড়তেও পারে। কিন্তু এখন পর্যন্ত কোন দলের সঙ্গে চুক্তি সই করিনি।’ সম্ভাব্য ঠিকানা নিয়ে মামুনুল আরও বলেন, ‘শেখ জামালের কাছে গত মৌসুমের ১১ লাখ ৫০ হাজার টাকা পাওনা আছে। এই টাকা পেলেই চূড়ান্ত কিছু জানাতে পারব।’ প্রিমিয়ার লীগে দেশী খেলোয়াড়দের জন্য এই দলবদল ২৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। বিদেশী ফুটবলারদের জন্য একইদিন শুরু হয়ে দলবদল চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ঘরোয়া ফুটবলের মৌসুম শুরু হয় সাধারণত ফেডারেশন কাপ দিয়ে। ২০১৫-১৬ মৌসুমের শুরুটা হবে স্বাধীনতা কাপ দিয়ে। দলবদল শেষ করে মার্চে শুরু হবে স্বাধীনতা কাপ। স্বাধীনতা কাপ শেষে মার্চের শেষ সপ্তাহে শুরু হবে প্রিমিয়ার লীগের নবম আসর। উল্লেখ্য, গত মৌসুমে মামুনুলই ছিলেন দেশী ফুটবলারের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিকধারী (৩৭ লাখ টাকা)।
×