ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মানজুর মুহাম্মদ-এর ছড়া

প্রকাশিত: ০৫:৪৯, ২৮ নভেম্বর ২০১৫

মানজুর মুহাম্মদ-এর ছড়া

এক সাথে তাই দশটি চড়ুই এক বাসাতে থাকে অষ্টপ্রহর এক সুরে সব ডাকে এক সাথে সব- গেয়ে উঠে গান এক সাথে সব খায় রে খুঁটে ধান এক সাথে, তাই সাহস মনে পায় ঝড় তুফানে আকাশ ছুঁতে যায়। গল্প রাজা রানীর গল্প এখন কয়ান তো কেউ আর কোথায় গেলো রাজ পুত্র, রাজ কন্যার হার সুয়োরানি দুয়োরানি কেমন ছিল তারা জানে না তো সে সব কথা এখন শিশু যারা। দত্যি দানো ভিড় করে না রাজ কন্যার কাছে হিরে মোতির ফুল ফোটে না এখন সোনার গাছে কোথায় গেল রাজপুত্র, কোথায় ঘোড়া তার টিভির কার্টুন দেখে সবাই করছে সময় পার। বাইরে আকাশ কেমন আকাশ কেউ ধারে না ধার মেঘলা দিনে গল্প বলায় কেউ মাতে না আর। পাখির আকাশ মেঘ কেটেছে রোদ উঠেছে হাসছে আকাশ আজ উড়ছে পাখি প্রাণটা খুলে পড়ছে না আজ বাজ উড়ছে টিয়ে ফিঙে চড়–ই ময়না ঘুঘু দোয়েল শালিক বাবুই বুলবুলি আর উড়ছে কালিম কোয়েল। পাখির মেলা আকাশ জুড়ে আনন্দ আজ খুব নেই ডানা তাই দুঃখে খোকা এক্কবারে চুপ।
×