ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উন্নত সিকিউরিটির ব্ল্যাকবেরি ফোন

প্রকাশিত: ০৫:৫০, ২৮ নভেম্বর ২০১৫

উন্নত সিকিউরিটির ব্ল্যাকবেরি ফোন

এ্যান্ড্রয়েড ও আইফোনকে আনফিট ঘোষণা করে বাজারে আসছে ব্ল্যাকবেরির উচ্চমানের সিকিউরিটি ক্ষমতাসম্পন্ন মোবাইল পিআরআইভি। এক বছর টানা পরীক্ষা-নিরীক্ষার পর উন্মোচিত হওয়া ফোনটিতে ব্যবহার করা হয়েছে এ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। ২০১৩ সালে ব্ল্যাববেরি ১০ অপারেটিং সিস্টেম ও ফোন বাজারে আসার পর পিআরআইভি’র এই বাজারে আসার ঘোষণা কোম্পানির জন্য খুব একটা আলোচনার বিষয় নয়। ব্ল্যাকবেরি ১০ জনপ্রিয়তা কমে আসার পর প্রতিষ্ঠানে চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর দায়িত্ব নেন জন এস. চেন। এতে স্পষ্ট বোঝা যায় কোম্পানির ভবিষ্যত নির্ভর করছে সরকার ও কর্পোরেশনের কাছে তাদের সফটওয়্যার বিক্রি ও সার্ভিসের ওপর। ব্ল্যাকবেরি ১০ হতাশ করার পর পিআরআইভি মাধ্যমে তারা যে তারা ভবিষ্যতেও ফোন তৈরি করবে এটা অন্তত আশ্বস্ত করেছে। জুনিপার রিসার্চ করা ইংল্যান্ডের একটি মোবাইল ফোন রিসার্চ মোবাইলটি পর্যবেক্ষণ করে এর ব্যবসায়িক ভবিষ্যত সম্পর্কে বলেন, ‘এটা রাতারাতি হারিয়ে যাবে এমনটি বলা যাবে না।’ আর নতুন ফোনটির সিকিউরিটি অন্য যে কোনটির থেকে উঁচুমানের বলে জানান তিনি। ব্ল্যাকবেরির চিফ অপারেটিং কর্মকর্তা মার্টি ব্রেড বলেন, ‘পিআরআইভি এই অনন্য সিকিউরিটি সুবিধা ব্ল্যাকবেরি ১০ উন্নত ভার্সনের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাবে।’ এ্যান্ড্রয়েড তার সমস্যা সমাধান করতে পারে এই সুনাম সিকিউর থাকার জন্য নয় বলে ব্রেড। কর্পোরেট ব্যবহারকারীদের ক্ষেত্রে নক্স’র মতো সিকিউরিটি সমস্যা সমাধান করা জন্য প্রচুর জোর দিয়েছিল। অন্যান্য ব্ল্যাকবেরির মতো এই ফোনটি দিয়ে ব্যবহারকারীরা ব্ল্যাকবেরি ম্যানেজমেন্ট ও উচ্চমানের সিকিউরিটি দ্বারা সংযুক্ত থাকতে পারে। ব্রেডের মতে, নতুন ফোনটিতে আলাদা হার্ডওয়ার ও সফটওয়ার সিকিউরিটি উন্নত করা হয়েছে যা অন্য যে কোন এ্যান্ড্রয়েড থেকে আলাদা করেছে। পিআরআইভি ফোনটি দাম ধরা হয়েছে সাত শ’ ডলার।
×