ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্যারিসে হামলার অস্ত্র এসেছিল জার্মানি থেকে!

প্রকাশিত: ০৮:৪১, ২৮ নভেম্বর ২০১৫

প্যারিসে হামলার  অস্ত্র এসেছিল  জার্মানি থেকে!

বিডিনিউজ ॥ প্যারিসে ভয়াবহ জঙ্গী হামলায় ব্যবহৃত ৪টি রাইফেল জার্মানির এক অস্ত্র পাচারকারীর কাছ থেকে কিনেছিল হামলাকারীরা। জার্মানির ‘বিড’ পত্রিকা এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। জার্মানির দক্ষিণাঞ্চলীয় স্টুতগাট শহরের কৌঁসুলীর কার্যালয়ের নথিপত্রের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, দুটো একে৪৭ এবং দুটো জাস্তভা এম৭০ রাইফেল ৭ নবেম্বরে প্যারিসের এক কাস্টমারের কাছে বিক্রি করেছিলেন জার্মানির ওই অস্ত্র কারবারী। শুক্রবার অস্ত্র বিক্রেতা সন্দেহে ৩৪ বছর বয়স্ক এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্টুতগাট কার্যালয়ের কৌঁসুলীরা। মঙ্গলবার ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় বলে জানান তারা। তবে প্যারিসে হামলাকারীদের ওই অস্ত্র সরবরাহ করা হয়েছে- পত্রিকার এমন খবরের বিষয়ে কোন মন্তব্য করেননি কৌঁসুলীরা। ওই অস্ত্রগুলোই প্যারিসে হামলায় ব্যবহার করা হয়েছিল বলে বিশ্বাস ফ্রান্সের তদন্তকারীদের। ওই হামলায় ১২৯ জনের বেশি মানুষ নিহত হয়। বিড পত্রিকা জানায়, অবৈধ অস্ত্র ব্যবসার সন্দেহে ১৬ নবেম্বরে মাগস্টাট শহর থেকে জাসা ভি. নামের ৩৪ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেফতার করে জার্মান পুলিশ। পত্রিকাটি আরও জানায়, প্যারিসে এক আরবের সঙ্গে জাসার যোগসাজশ ছিল- এমন ইঙ্গিতও পাওয়া গেছে তার স্মার্টফোন থেকে পাওয়া ৪টি ই-মেইলে।
×